ছায়ানটের প্রধান মিলনায়তনে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল উৎসব। এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। নজরুলকে নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। অনুষ্ঠানে একক কণ্ঠে গান পরিবেশন করেন ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, মফিজুর রহমানসহ আরও অনেকে। শিল্পী সুমন মজুমদার গেয়ে শোনান ‘বেদনা-বিহবল পাগল পুবালি পবনে’, ‘প্রমিতা দে ‘বরষা ঐ এলো বরষা’, সুমন চৌধুরী ‘এ ঘন ঘোর রাতে’, নাওশিন তাবাসসুম ‘তুমি সুন্দর কপট হে নাথ’, কানিজ হুসনা আহম্মদী সিম্পী ‘মেঘের ডমরু ঘন বাজে’, তানভীর আহমেদ ‘তোমার বাণীরে করিনি গ্রহণ’, জান্নাত-এ ফেরদৌসী লাকী ‘কথা কও, কও কথা থাকিও না চুপ করে’, ঐশ্বর্য সমাদ্দার ‘শাওন আসিল ফিরে’, নাহিয়ান দুরদানা শুচি ‘এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধো’, সঞ্জয় কবিরাজ ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে’ গেয়ে শোনান। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কাজী মদিনা। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
ছায়ানটের প্রধান মিলনায়তনে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল উৎসব। এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। নজরুলকে নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। অনুষ্ঠানে একক কণ্ঠে গান পরিবেশন করেন ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, মফিজুর রহমানসহ আরও অনেকে। শিল্পী সুমন মজুমদার গেয়ে শোনান ‘বেদনা-বিহবল পাগল পুবালি পবনে’, ‘প্রমিতা দে ‘বরষা ঐ এলো বরষা’, সুমন চৌধুরী ‘এ ঘন ঘোর রাতে’, নাওশিন তাবাসসুম ‘তুমি সুন্দর কপট হে নাথ’, কানিজ হুসনা আহম্মদী সিম্পী ‘মেঘের ডমরু ঘন বাজে’, তানভীর আহমেদ ‘তোমার বাণীরে করিনি গ্রহণ’, জান্নাত-এ ফেরদৌসী লাকী ‘কথা কও, কও কথা থাকিও না চুপ করে’, ঐশ্বর্য সমাদ্দার ‘শাওন আসিল ফিরে’, নাহিয়ান দুরদানা শুচি ‘এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধো’, সঞ্জয় কবিরাজ ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে’ গেয়ে শোনান। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কাজী মদিনা। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান।