‘বলবো না গো আর কোনোদিন’ এই গানেই ২০১৯ সালে দেশে বিদেশে বাউল সুকুমারের নাম ছড়িয়ে পরে। এক গানেই তারকাখ্যাতি লাভ করেন সুকুমার বাউল। যার আসল নাম শ্রী সুকুমার চন্দ্র মহন্ত। গীতিকার তারেক আনন্দ জানান, তার লেখা ‘বিশ্বাস ছিলরে’ গানটি অসাধারণ গেয়েছেন সুকুমার বাউল। খায়রুল ওয়াসীর সুরে গানটি আগামী ঈদের পরই প্রকাশ পাবে। ‘বলবো না গো আর কোনোদিন’র পরে বাউল সুকুমারের কণ্ঠে আরও বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেমন ‘আপন মানুষ চেনা বড়ই দায়’, ‘মানুষ বড়ই স্বার্থপর’সহ আরও বেশকিছু মৌলিক গান। ‘বলবো না গো আর কোনোদিন’ তার নিজের লেখা ও সুর করা গান। নিজের লেখা ও সুর করা এই গানটি ১৫ বছর আগের লেখা, সুর করা। ২০১৯ সালে গানটি ঈগল’র ইউটিউব চ্যানেলে প্রকাশের আগে আরো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। বাউল সুকুমার বলেন, ‘বলবো না গো বা আপন মানুষ চেনা বড়ই দায় বা মানুষ বড়ই স্বার্থপর এসব গানের কিন্তু কোটি কোটি ভিউ। কিন্তু আমি যেমন ছিলাম তেমনি আছি। একবার গান গাওয়ানোর পর, ভিডিও করার পর যে সম্মানী দেয়া হয়, এরপর কিন্তু আর কেউ তেমন যোগাযোগই করেন না। এই নিয়ে আমার দুঃখ নেই, কষ্ট নেই। আমি অনেক কিছুই বুঝি না। শুধু এতটুকুই বুঝি গানটা আমি মন দিয়ে গাই। কারণ আজীবন গান গেয়ে গেছি। আক্ষেপ একটাই আমার উপার্জিত অর্থ দিয়ে বাবা মার একটুও সেবা করতে পারলাম না। টুকটাক যা আয় রোজগার করি তা সংসার, স্ত্রী, সন্তানদের জন্যই খরচ করি। তারা ভালো থাকলেই আমার আত্মার শান্তি। আর এসেছি একা যেতে হবে, এই যাওয়া আসার মাঝে মানুষের ভালোবাসা নিয়ে যেতে পারছি এটাই অনেক কিছু।’
সোমবার, ০৩ মার্চ ২০২৫
‘বলবো না গো আর কোনোদিন’ এই গানেই ২০১৯ সালে দেশে বিদেশে বাউল সুকুমারের নাম ছড়িয়ে পরে। এক গানেই তারকাখ্যাতি লাভ করেন সুকুমার বাউল। যার আসল নাম শ্রী সুকুমার চন্দ্র মহন্ত। গীতিকার তারেক আনন্দ জানান, তার লেখা ‘বিশ্বাস ছিলরে’ গানটি অসাধারণ গেয়েছেন সুকুমার বাউল। খায়রুল ওয়াসীর সুরে গানটি আগামী ঈদের পরই প্রকাশ পাবে। ‘বলবো না গো আর কোনোদিন’র পরে বাউল সুকুমারের কণ্ঠে আরও বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেমন ‘আপন মানুষ চেনা বড়ই দায়’, ‘মানুষ বড়ই স্বার্থপর’সহ আরও বেশকিছু মৌলিক গান। ‘বলবো না গো আর কোনোদিন’ তার নিজের লেখা ও সুর করা গান। নিজের লেখা ও সুর করা এই গানটি ১৫ বছর আগের লেখা, সুর করা। ২০১৯ সালে গানটি ঈগল’র ইউটিউব চ্যানেলে প্রকাশের আগে আরো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। বাউল সুকুমার বলেন, ‘বলবো না গো বা আপন মানুষ চেনা বড়ই দায় বা মানুষ বড়ই স্বার্থপর এসব গানের কিন্তু কোটি কোটি ভিউ। কিন্তু আমি যেমন ছিলাম তেমনি আছি। একবার গান গাওয়ানোর পর, ভিডিও করার পর যে সম্মানী দেয়া হয়, এরপর কিন্তু আর কেউ তেমন যোগাযোগই করেন না। এই নিয়ে আমার দুঃখ নেই, কষ্ট নেই। আমি অনেক কিছুই বুঝি না। শুধু এতটুকুই বুঝি গানটা আমি মন দিয়ে গাই। কারণ আজীবন গান গেয়ে গেছি। আক্ষেপ একটাই আমার উপার্জিত অর্থ দিয়ে বাবা মার একটুও সেবা করতে পারলাম না। টুকটাক যা আয় রোজগার করি তা সংসার, স্ত্রী, সন্তানদের জন্যই খরচ করি। তারা ভালো থাকলেই আমার আত্মার শান্তি। আর এসেছি একা যেতে হবে, এই যাওয়া আসার মাঝে মানুষের ভালোবাসা নিয়ে যেতে পারছি এটাই অনেক কিছু।’