৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। ২ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর, যেখানে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে আনোরা। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির চলচ্চিত্রটি সেরা সিনেমা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়।
ছয়টি বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল আনোরা। শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। অন্যদিকে নির্মাতা শন বেকার বরাবরই প্রমাণ করেছেন, বড় বাজেট বা ঝাঁ-চকচকে ক্যামেরা ছাড়াও চমৎকার সিনেমা নির্মাণ করা যায়। তার প্রথম সিনেমা ‘ট্যাঙ্গারিন’ পুরোটা শুট করা হয়েছিল একটি আইফোনে! আর আজ সেই নির্মাতাই পাঁচটি অস্কার জিতে প্রমাণ করলেন, ভালো কনটেন্ট এবং গল্প বলার দক্ষতাই আসল।
যদি কেউ সত্যিই প্রতিভাবান হন, বাজেট ও সম্মান নিজ থেকেই চলে আসে! অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও ব্রায়েন। ‘আনোরা’ অভিনেত্রী মাইকি ম্যাডিসন পান সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ‘দ্য ব্রুটালিষ্ট’ থেকে অ্যাড্রিয়েন ব্রডি পান সেরা অভিনেতার পুরস্কার।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। ২ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর, যেখানে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে আনোরা। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির চলচ্চিত্রটি সেরা সিনেমা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়।
ছয়টি বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল আনোরা। শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। অন্যদিকে নির্মাতা শন বেকার বরাবরই প্রমাণ করেছেন, বড় বাজেট বা ঝাঁ-চকচকে ক্যামেরা ছাড়াও চমৎকার সিনেমা নির্মাণ করা যায়। তার প্রথম সিনেমা ‘ট্যাঙ্গারিন’ পুরোটা শুট করা হয়েছিল একটি আইফোনে! আর আজ সেই নির্মাতাই পাঁচটি অস্কার জিতে প্রমাণ করলেন, ভালো কনটেন্ট এবং গল্প বলার দক্ষতাই আসল।
যদি কেউ সত্যিই প্রতিভাবান হন, বাজেট ও সম্মান নিজ থেকেই চলে আসে! অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও ব্রায়েন। ‘আনোরা’ অভিনেত্রী মাইকি ম্যাডিসন পান সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ‘দ্য ব্রুটালিষ্ট’ থেকে অ্যাড্রিয়েন ব্রডি পান সেরা অভিনেতার পুরস্কার।