আসছে ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘ফিরে পাব কি আবার’। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ কেন্দ্র করেই আসছে আসিফের এ গান। গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে।’ গত ফেব্রুয়ারিতে প্রচার হয়েছে আসিফের দুটি গান ‘কথা দে’ ও ‘কষ্ট ভীষণ’। এর আগে জানুয়ারিতে এসেছিল ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ শিরোনামের আরও দুই গান।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
আসছে ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘ফিরে পাব কি আবার’। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ কেন্দ্র করেই আসছে আসিফের এ গান। গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে।’ গত ফেব্রুয়ারিতে প্রচার হয়েছে আসিফের দুটি গান ‘কথা দে’ ও ‘কষ্ট ভীষণ’। এর আগে জানুয়ারিতে এসেছিল ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ শিরোনামের আরও দুই গান।