এই প্রজন্মের গীতিকার, সুরকার রোহান রাজের কথা, সুর ও সংগীতে সালমার কণ্ঠে প্রকাশ পেয়েছে অভিমান নিয়ে গান ‘অভিমান কইরা থাকমু’। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটার প্রথম কয়েকটি লাইন এমন অভিমান করিয়া থাকমু তোমার লগে কথা কথা কমু না, তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝো না, আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না। সত্যিই প্রেম ভালোবাসার সম্পর্কে মেয়ে ও ছেলের সম্পর্কে এমনও হয় কিন্তু। রোহান রাজ খুব চমৎকার যেমন লিখেছেন ঠিক তেমনি সুরটাও ভীষণ মায়া ভরা সুর। রোহান রাজের কথা সুর সংগীতে গানটা খুব ভালো লাগারই মতো একটি গানে পরিণত হয়েছে। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা বাড়বে।’ এদিকে কিছুদিন আগেই সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে আরও একটি গান ‘আমি তোমারে হারালে মরিবো’। সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গান গেয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। সালমা বলেন, ‘আগুন ভাই দেশের গুণী একজন শিল্পী। তার সঙ্গে গাওয়া এই গান গাওয়ার পর আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার যারা নিয়মিত ভক্ত-শ্রোতা তারা বেশ অনুপ্রেরণা দিচ্ছেন।’ রোজা শুরু হওয়ার আগে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন সালমা।
ঈদের আগ পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে ঈদ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। ঈদের পরপরই আবারও স্টেজ শোতে শুরু হবে তার ব্যস্ততা।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
এই প্রজন্মের গীতিকার, সুরকার রোহান রাজের কথা, সুর ও সংগীতে সালমার কণ্ঠে প্রকাশ পেয়েছে অভিমান নিয়ে গান ‘অভিমান কইরা থাকমু’। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটার প্রথম কয়েকটি লাইন এমন অভিমান করিয়া থাকমু তোমার লগে কথা কথা কমু না, তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝো না, আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না। সত্যিই প্রেম ভালোবাসার সম্পর্কে মেয়ে ও ছেলের সম্পর্কে এমনও হয় কিন্তু। রোহান রাজ খুব চমৎকার যেমন লিখেছেন ঠিক তেমনি সুরটাও ভীষণ মায়া ভরা সুর। রোহান রাজের কথা সুর সংগীতে গানটা খুব ভালো লাগারই মতো একটি গানে পরিণত হয়েছে। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা বাড়বে।’ এদিকে কিছুদিন আগেই সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে আরও একটি গান ‘আমি তোমারে হারালে মরিবো’। সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গান গেয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। সালমা বলেন, ‘আগুন ভাই দেশের গুণী একজন শিল্পী। তার সঙ্গে গাওয়া এই গান গাওয়ার পর আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার যারা নিয়মিত ভক্ত-শ্রোতা তারা বেশ অনুপ্রেরণা দিচ্ছেন।’ রোজা শুরু হওয়ার আগে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন সালমা।
ঈদের আগ পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে ঈদ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। ঈদের পরপরই আবারও স্টেজ শোতে শুরু হবে তার ব্যস্ততা।