সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যান্ডদল কুহক-এর নতুন গান ‘জলপরী শ্লোক’। গানটি মূলত আধ্যাত্মিক ও জীবনদর্শনমূলক। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমন। তিনি জানান, মানুষ সারা জীবন যা খুঁজে বেড়ায়, সেটাই এই গানের মধ্যে উঠে এসেছে। রূপক অর্থে গানে মানুষের জীবনের অপ্রাপ্তির কথা বলা হয়েছে। গানটি প্রথম দুই লাইন এমন, ‘ঝিঁঝি টানা গান গায়, কাঁদে নার্সিসাস, বুকে নীল পাখি হায়, থাকে না আকাশ।’ সংগীতশিল্পী ইমন বলেন, ‘মানুষ সব সময়ই কোনো কিছুর খোঁজে থাকে। যেমন আমাদের জীবনের সেরা সময়, শৈশব। সেখানে আমরা এখনও ফিরে যেতে চাই। শৈশবকে খুঁজে পাই না পাই, স্মৃতির প্রতি একটা মায়া থেকেই যায়। গানের কথায় জীবনের তেমন ঘটনাগুলোই প্রাধান্য পেয়েছে। যেখানে জীবনের চাওয়া-পাওয়াই মুখ্য।’ ইমন কলেজে পড়ার সময়েই গান নিয়ে মেতে থাকতেন। বন্ধুরা মিলে একসঙ্গে গান করতেন। কিন্তু সেই সময় বন্ধুরা সবাই যার যার মতো আলাদা হয়ে যান। পরে আর দল হয়ে গানে ফেরা হয়নি। ‘আমি বুয়েটে ভর্তি হই। গান নিয়মিত না গাইলেও চর্চা ছিল। পাশাপাশি বুয়েটে পড়াশোনার পর নিয়মিত লেখালেখি করতাম। আমার কবিতাগুলো ছিল গীতিকাব্য স্টাইলে। তখন মনে হলো, গীতিকাব্য দিয়ে গানে ফেরা যায়’,
বলেন ইমন। চার বছর ধরে তিনি নিয়মিত গান করছেন। এর আগে প্রকাশ করেছেন ‘সক্রেটিস’, ‘আকাশ’, ‘আসা-যাওয়া’, ‘একা’, ‘বালকের সুখ-দুঃখ’সহ বেশ কিছু গান। এসব গানে কখনও উঠে এসেছে প্রকৃতির প্রতি ভালোবাসা, কখনও একাকিত্ব, কোনো গানে যাপিত জীবনে হারিয়ে যাওয়া চেনা মানুষের ফিরে পাওয়ার আকুতি। এই গায়ক জানান, ভবিষ্যতে তিনি নিয়মিত গান করে যেতে চান। তার ইচ্ছা গানের মাধ্যমে শ্রোতাদের কাছে যাওয়া। সমাজ ও মানুষের জীবনের সমস্যাগুলো নিয়ে তিনি গান করতে চান। তার গানের দল কুহক নিয়ে তিনি জানান, কুহক শব্দের অর্থ মায়া। জগতের মায়া ও শূন্যতা আড়াল করে আনন্দের বার্তা ও প্রেরণা জোগাতে কুহক গান গেয়ে যাবে।
এই কুহক ব্যান্ডের গিটারে রয়েছেন সামু বড়ুয়া, অ্যাকোর্ডিয়ানে মুর্তজা, সংগীতায়োজনে রয়েছেন পুলক বড়ুয়া।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যান্ডদল কুহক-এর নতুন গান ‘জলপরী শ্লোক’। গানটি মূলত আধ্যাত্মিক ও জীবনদর্শনমূলক। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমন। তিনি জানান, মানুষ সারা জীবন যা খুঁজে বেড়ায়, সেটাই এই গানের মধ্যে উঠে এসেছে। রূপক অর্থে গানে মানুষের জীবনের অপ্রাপ্তির কথা বলা হয়েছে। গানটি প্রথম দুই লাইন এমন, ‘ঝিঁঝি টানা গান গায়, কাঁদে নার্সিসাস, বুকে নীল পাখি হায়, থাকে না আকাশ।’ সংগীতশিল্পী ইমন বলেন, ‘মানুষ সব সময়ই কোনো কিছুর খোঁজে থাকে। যেমন আমাদের জীবনের সেরা সময়, শৈশব। সেখানে আমরা এখনও ফিরে যেতে চাই। শৈশবকে খুঁজে পাই না পাই, স্মৃতির প্রতি একটা মায়া থেকেই যায়। গানের কথায় জীবনের তেমন ঘটনাগুলোই প্রাধান্য পেয়েছে। যেখানে জীবনের চাওয়া-পাওয়াই মুখ্য।’ ইমন কলেজে পড়ার সময়েই গান নিয়ে মেতে থাকতেন। বন্ধুরা মিলে একসঙ্গে গান করতেন। কিন্তু সেই সময় বন্ধুরা সবাই যার যার মতো আলাদা হয়ে যান। পরে আর দল হয়ে গানে ফেরা হয়নি। ‘আমি বুয়েটে ভর্তি হই। গান নিয়মিত না গাইলেও চর্চা ছিল। পাশাপাশি বুয়েটে পড়াশোনার পর নিয়মিত লেখালেখি করতাম। আমার কবিতাগুলো ছিল গীতিকাব্য স্টাইলে। তখন মনে হলো, গীতিকাব্য দিয়ে গানে ফেরা যায়’,
বলেন ইমন। চার বছর ধরে তিনি নিয়মিত গান করছেন। এর আগে প্রকাশ করেছেন ‘সক্রেটিস’, ‘আকাশ’, ‘আসা-যাওয়া’, ‘একা’, ‘বালকের সুখ-দুঃখ’সহ বেশ কিছু গান। এসব গানে কখনও উঠে এসেছে প্রকৃতির প্রতি ভালোবাসা, কখনও একাকিত্ব, কোনো গানে যাপিত জীবনে হারিয়ে যাওয়া চেনা মানুষের ফিরে পাওয়ার আকুতি। এই গায়ক জানান, ভবিষ্যতে তিনি নিয়মিত গান করে যেতে চান। তার ইচ্ছা গানের মাধ্যমে শ্রোতাদের কাছে যাওয়া। সমাজ ও মানুষের জীবনের সমস্যাগুলো নিয়ে তিনি গান করতে চান। তার গানের দল কুহক নিয়ে তিনি জানান, কুহক শব্দের অর্থ মায়া। জগতের মায়া ও শূন্যতা আড়াল করে আনন্দের বার্তা ও প্রেরণা জোগাতে কুহক গান গেয়ে যাবে।
এই কুহক ব্যান্ডের গিটারে রয়েছেন সামু বড়ুয়া, অ্যাকোর্ডিয়ানে মুর্তজা, সংগীতায়োজনে রয়েছেন পুলক বড়ুয়া।