এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। এবার ঈদে এনটিভিতে প্রচারের জন্য সেলিম রেজা পার্থ-নওবাকে নিয়ে নির্মাণ করেছেন একটি নতুন নাটক। এর নাম ‘তোমার গল্পে আমি’। নাটকটি রচনা করেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। যিনি মূলত সেলিম রেজার হাত ধরে নাট্যকার হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন। ‘তোমার গল্পে আমি’তে পার্থ অভিনয় করেছেন রেহান চরিত্রে, নওবা অভিনয় করেছেন জেনি চরিত্রে। পরিচালক সেলিম রেজা বলেন, ‘পার্থ নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অভিনেতা। এখনতো অভিনয়ে আরও বেশি সিরিয়াস। আর নওবা রোমান্টিক গল্পে দুর্দান্ত।’ ‘তোমার গল্পে আমি’তে কাজ করা প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যতগুলো নাটকে অভিনয়
করেছি প্রত্যেকটি কাজই এক কথায় অসাধারণ। বিশেষত আমার বেশি ভালো লেগেছে শেষের তুমি। সর্বশেষ দুটি নাটক মিথ্যে কাব্যের ফুল, তোমার গল্পে আমিও সুন্দর গল্পের নাটক। সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্যতার। আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচুউরিটি এসেছে। যদি আরও সিরিয়াস হয় অভিনয়ে তাহলে আমার বিশ্বাস আগামীতে আরও ভালো করবে।’ নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাই ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তিনি এক কথায় অসাধারন। অভিনতো হিসেবেও দারুণ। তার সঙ্গে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করি। সেলিম ভাই ভীষণ ধৈর্য্যশীল একজন পরিচালক। মাথা ঠাণ্ডা রেখে তিনি পুরো কাজটা নামান যার আউটপুট খুব ভালো হয়। বিগত দিনের কাজগুলো তারই প্রমাণ। শেষের গল্পে তুমি নিয়ে ভীষণ আশাবাদী।’
শনিবার, ০৮ মার্চ ২০২৫
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। এবার ঈদে এনটিভিতে প্রচারের জন্য সেলিম রেজা পার্থ-নওবাকে নিয়ে নির্মাণ করেছেন একটি নতুন নাটক। এর নাম ‘তোমার গল্পে আমি’। নাটকটি রচনা করেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। যিনি মূলত সেলিম রেজার হাত ধরে নাট্যকার হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন। ‘তোমার গল্পে আমি’তে পার্থ অভিনয় করেছেন রেহান চরিত্রে, নওবা অভিনয় করেছেন জেনি চরিত্রে। পরিচালক সেলিম রেজা বলেন, ‘পার্থ নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অভিনেতা। এখনতো অভিনয়ে আরও বেশি সিরিয়াস। আর নওবা রোমান্টিক গল্পে দুর্দান্ত।’ ‘তোমার গল্পে আমি’তে কাজ করা প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যতগুলো নাটকে অভিনয়
করেছি প্রত্যেকটি কাজই এক কথায় অসাধারণ। বিশেষত আমার বেশি ভালো লেগেছে শেষের তুমি। সর্বশেষ দুটি নাটক মিথ্যে কাব্যের ফুল, তোমার গল্পে আমিও সুন্দর গল্পের নাটক। সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্যতার। আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচুউরিটি এসেছে। যদি আরও সিরিয়াস হয় অভিনয়ে তাহলে আমার বিশ্বাস আগামীতে আরও ভালো করবে।’ নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাই ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তিনি এক কথায় অসাধারন। অভিনতো হিসেবেও দারুণ। তার সঙ্গে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করি। সেলিম ভাই ভীষণ ধৈর্য্যশীল একজন পরিচালক। মাথা ঠাণ্ডা রেখে তিনি পুরো কাজটা নামান যার আউটপুট খুব ভালো হয়। বিগত দিনের কাজগুলো তারই প্রমাণ। শেষের গল্পে তুমি নিয়ে ভীষণ আশাবাদী।’