দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে দলটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন। নতুন এ অ্যালবামে ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাত-দিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের এ পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’ তবে নতুন এ অ্যালবাম কবে প্রকাশিত হবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের প্রথম অ্যালবামে চিরকুটনামায় ছিল নয়টি গান। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা। সবশেষ বরিশালে কনসার্ট করেছে দলটি।
শনিবার, ০৮ মার্চ ২০২৫
দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে দলটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন। নতুন এ অ্যালবামে ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাত-দিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের এ পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’ তবে নতুন এ অ্যালবাম কবে প্রকাশিত হবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের প্রথম অ্যালবামে চিরকুটনামায় ছিল নয়টি গান। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা। সবশেষ বরিশালে কনসার্ট করেছে দলটি।