কয়েক দিন আগে পরিচালক সঞ্জয় সমাদ্দার তার নতুন সিনেমা ‘ইনসাফ’-এর ঘোষণা দিয়েছেন। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ এই ছবির অন্যতম প্রধান তিনটি চরিত্র। ‘ইনসাফ’ ছবিরই একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা মিলা ইসলাম। এই গানে কণ্ঠ দেয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে সাত বছরের বিরতি ভাঙলেন তিনি। মিলার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। মিলার গাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রের ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার। খুব শিগগিরই এই গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে। জানা গেছে, মিলার গাওয়া এই গানের চিত্রায়ণে অংশ নেবেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ১৫ মার্চ থেকে ‘ইনসাফ’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হবে। মিলা বলেন, ‘দারুণ একটি গান। ইমন ভাই এই গানের জন্য আমাকে ভেবেছেন, এই কারণে তার প্রতি কৃতজ্ঞ। এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি এখন আগের চেয়ে গান নিয়ে সিরিয়াস। সামনে আরও নতুন কিছু গান প্রকাশিত হবে। পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ঈদের পর বেশ কয়েকটি স্টেজ শো নিয়ে কথাবার্তা চলছে।’
মিলা জানালেন, সাত বছর আগে তিনি ‘মনে রেখো’ ছবিতে ‘বেয়াড়া প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এস এ হক অলিকের কথায় সেই গানের সুর ও সংগীত পরিচালনা করেন হৃদয় খান। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী। ‘ইনসাফ’ ছবির গানটি নিয়ে সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘মিলার গায়কি নিয়ে তো বলার কিছু নেই। এত পাওয়ারফুল একটি কণ্ঠ, মাঝে অনেকটা দিন চলচ্চিত্রের গানে অনিয়মিত। এবার যখন ইনসাফ ছবির গানটি নিয়ে কাজ শুরু করলাম, তখনই ভাবলাম এটি মিলাকে দিয়ে গাওয়ানো উচিত। এরপর যোগাযোগ করি। আমি যেভাবে ভেবেছিলাম, ঠিক সেভাবে গানটি গেয়েছে মিলা। আমার বিশ্বাস, মিলার ক্যারিয়ারে আরেকটি সুন্দর গান যোগ হতে যাচ্ছে।’
রোববার, ০৯ মার্চ ২০২৫
কয়েক দিন আগে পরিচালক সঞ্জয় সমাদ্দার তার নতুন সিনেমা ‘ইনসাফ’-এর ঘোষণা দিয়েছেন। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ এই ছবির অন্যতম প্রধান তিনটি চরিত্র। ‘ইনসাফ’ ছবিরই একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা মিলা ইসলাম। এই গানে কণ্ঠ দেয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে সাত বছরের বিরতি ভাঙলেন তিনি। মিলার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। মিলার গাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রের ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার। খুব শিগগিরই এই গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে। জানা গেছে, মিলার গাওয়া এই গানের চিত্রায়ণে অংশ নেবেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ১৫ মার্চ থেকে ‘ইনসাফ’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হবে। মিলা বলেন, ‘দারুণ একটি গান। ইমন ভাই এই গানের জন্য আমাকে ভেবেছেন, এই কারণে তার প্রতি কৃতজ্ঞ। এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি এখন আগের চেয়ে গান নিয়ে সিরিয়াস। সামনে আরও নতুন কিছু গান প্রকাশিত হবে। পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ঈদের পর বেশ কয়েকটি স্টেজ শো নিয়ে কথাবার্তা চলছে।’
মিলা জানালেন, সাত বছর আগে তিনি ‘মনে রেখো’ ছবিতে ‘বেয়াড়া প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এস এ হক অলিকের কথায় সেই গানের সুর ও সংগীত পরিচালনা করেন হৃদয় খান। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী। ‘ইনসাফ’ ছবির গানটি নিয়ে সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘মিলার গায়কি নিয়ে তো বলার কিছু নেই। এত পাওয়ারফুল একটি কণ্ঠ, মাঝে অনেকটা দিন চলচ্চিত্রের গানে অনিয়মিত। এবার যখন ইনসাফ ছবির গানটি নিয়ে কাজ শুরু করলাম, তখনই ভাবলাম এটি মিলাকে দিয়ে গাওয়ানো উচিত। এরপর যোগাযোগ করি। আমি যেভাবে ভেবেছিলাম, ঠিক সেভাবে গানটি গেয়েছে মিলা। আমার বিশ্বাস, মিলার ক্যারিয়ারে আরেকটি সুন্দর গান যোগ হতে যাচ্ছে।’