আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সিনেমা মুক্তির জন্য শুরু হয়েছে প্রস্ততি। এবারও মুক্তির তালিকায় ছিল শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। যেটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। জানা গেল সিনেমাটি ঈদে মুক্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। মুক্তির তালিকায় উঠে এসেছ এই নায়কের ‘অন্তরাত্মা’ সিনেমাটি। যেটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ২০২১ সালে শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং। তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা বাড়ে শাকিবের। এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে ২৩ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এদিকে জানা যায়, ঈদে মুক্তির আলোচনায় থাকা ‘বরবাদ’ সিনেমাটি এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমাই দেয়া হয়নি। ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এসএম মহসীন, মারুফ।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সিনেমা মুক্তির জন্য শুরু হয়েছে প্রস্ততি। এবারও মুক্তির তালিকায় ছিল শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। যেটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। জানা গেল সিনেমাটি ঈদে মুক্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। মুক্তির তালিকায় উঠে এসেছ এই নায়কের ‘অন্তরাত্মা’ সিনেমাটি। যেটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ২০২১ সালে শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং। তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা বাড়ে শাকিবের। এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে ২৩ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এদিকে জানা যায়, ঈদে মুক্তির আলোচনায় থাকা ‘বরবাদ’ সিনেমাটি এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমাই দেয়া হয়নি। ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এসএম মহসীন, মারুফ।