একজন গানের মানুষ রোকেয়া আছ্হাব। তার গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিল ছোটবেলায় ‘ছায়ানট’-এ গান শেখার মধ্যদিয়ে। এরই মধ্য দুদিন আগেই প্রকাশিত হলো রোকেয়ার কণ্ঠে মৌলিক গান ‘প্রাক্তন’। গানটি লিখেছেন ও সুর করেছেন ছয়বার গীতিকার কবির বকুল। রোকেয়া আছ্হাব বলেন, ‘এখন আমি পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছি বলেই মৌলিক গান দিয়ে ফেরা। গিটারিস্ট দীপন ভাইও ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন। কবির বকুল ভাইয়ের গান ভালো লাগে। তাই তার কথা ও সুরে গানটি করেছি। গানটি প্রকাশের পর অনেকের ভালো লাগছে, তাতেই যেন নিজের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছে। সত্যি আগামীতে এমন কিছু গান করে যেতে চাই যেন আমি না থাকলেও গানগুলো যেমন মানুষের মনে গেঁথে থাকে।’ রোকেয়ার স্বামী এনায়েতুল ইসলাম তাকে সকল বিষয়ে ভীষণ অনুপ্রেরণা দেন ও সহযোগিতাও করেন বটে। ৩০ ডিসেম্বর জন্ম নেয়া রোকেয়ার গ্রামের বাড়ি কক্সবাজারে।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
একজন গানের মানুষ রোকেয়া আছ্হাব। তার গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিল ছোটবেলায় ‘ছায়ানট’-এ গান শেখার মধ্যদিয়ে। এরই মধ্য দুদিন আগেই প্রকাশিত হলো রোকেয়ার কণ্ঠে মৌলিক গান ‘প্রাক্তন’। গানটি লিখেছেন ও সুর করেছেন ছয়বার গীতিকার কবির বকুল। রোকেয়া আছ্হাব বলেন, ‘এখন আমি পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছি বলেই মৌলিক গান দিয়ে ফেরা। গিটারিস্ট দীপন ভাইও ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন। কবির বকুল ভাইয়ের গান ভালো লাগে। তাই তার কথা ও সুরে গানটি করেছি। গানটি প্রকাশের পর অনেকের ভালো লাগছে, তাতেই যেন নিজের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছে। সত্যি আগামীতে এমন কিছু গান করে যেতে চাই যেন আমি না থাকলেও গানগুলো যেমন মানুষের মনে গেঁথে থাকে।’ রোকেয়ার স্বামী এনায়েতুল ইসলাম তাকে সকল বিষয়ে ভীষণ অনুপ্রেরণা দেন ও সহযোগিতাও করেন বটে। ৩০ ডিসেম্বর জন্ম নেয়া রোকেয়ার গ্রামের বাড়ি কক্সবাজারে।