একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। এবারের ঈদে তাকে পরিচালক শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে। দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শখ। এই দুটি নাটকে ছাড়াও আগামী ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটি নাটকেরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি গল্প। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আশাবাদী দুটি নাটক নিয়েই। এছাড়া বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। ধন্যবাদ নবী ভাইকে আমাকে সুন্দর দুটি গল্পে কাজ করার সুযোগ দেয়ার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে দুটি সুন্দর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার সুযোগ দেয়ার জন্য।’ এদিকে কিছুদিন আগেই শখকে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। এটি নির্মাণ করেছিলেন সায়মন তারিক। শখ জানান আগামী ঈদের পরপরই তিনি একটি কসমেটিকসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। এবারের ঈদে তাকে পরিচালক শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে। দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শখ। এই দুটি নাটকে ছাড়াও আগামী ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটি নাটকেরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি গল্প। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আশাবাদী দুটি নাটক নিয়েই। এছাড়া বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। ধন্যবাদ নবী ভাইকে আমাকে সুন্দর দুটি গল্পে কাজ করার সুযোগ দেয়ার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে দুটি সুন্দর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার সুযোগ দেয়ার জন্য।’ এদিকে কিছুদিন আগেই শখকে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। এটি নির্মাণ করেছিলেন সায়মন তারিক। শখ জানান আগামী ঈদের পরপরই তিনি একটি কসমেটিকসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।