শিহাব শাহীন আগেই বলেছিলেন, গল্পই হচ্ছে আমার সিনেমার তারকা আর অভিনয়শিল্পীরা আমার শক্তি। অবশেষে ‘দাগি’ রিলিজের পর দর্শকরাও সেটা অনুভব করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন এই নির্মাতা। শিহাব শাহীন বলেন, আমি যেটা দেখাতে চেয়েছি এবং গল্পের শেষটা দর্শক বুঝতে পারবে কি না একটু কনফিউজড ছিলাম। কিন্তু দর্শক সেটা বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত ছবিটি দেখেছেন তারা এটাই বলেছেন, গল্পই ছবিটির হিরো এবং প্রত্যেকটা শিল্পী তাদের সেরাটা দিয়েছেন। এখানেই আমি তৃপ্ত। দর্শকদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দাগি’ থেকে দুর্দান্ত, অভূতপূর্ব, অদ্ভূত সাড়া পাচ্ছি। যতটা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আগামী রবিবার পর্যন্ত টিকেট নেই, সব শো হাউজফুল যাচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য পাইনি। শিহাব শাহীন আরও বললেন, এখন পর্যন্ত দাগি আমার ক্যারিয়ারের সেরা কাজ, নির্মাণ বলে মনে করি। এটার কারণ, আমি আমার নির্মাণে কোনো কমতি রাখিনি আর এর বাইরে পুরো ক্রেডিট আমার টিমের। আমার ছবিতে আফরান নিশো ছাড়া কোনো তারকা নেই। এই ছবিটি নিশো ছাড়া হতো কি না, কিংবা করতে পারতাম কি না জানি না, তবে এই টিমে যারা কাজ করেছেন সিনেমাটোগ্রাফার, সংগীত পরিচালক, কস্টিউম ডিজাইনার, প্রোডাকশন ডিজাইনার, সম্পাদনা কারিগরসহ আরও যারা আছেন তাদের ছাড়া একটা দাগি নির্মাণ করতে পারতাম না। এবার ঈদে চলচ্চিত্রের বাইরে ওটিটিতেও সরব শিহাব শাহীন। এই মাধ্যমে মুক্তি পেয়েছে তার ওয়েব ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। এটি থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ নির্মাণ করে দর্শকের মন জয় করেছিলেন। ‘দাগি’-তে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজ্জামান সেলিম, মনোজ প্রামাণিক, প্রীতি আলভি প্রমুখ।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিহাব শাহীন আগেই বলেছিলেন, গল্পই হচ্ছে আমার সিনেমার তারকা আর অভিনয়শিল্পীরা আমার শক্তি। অবশেষে ‘দাগি’ রিলিজের পর দর্শকরাও সেটা অনুভব করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন এই নির্মাতা। শিহাব শাহীন বলেন, আমি যেটা দেখাতে চেয়েছি এবং গল্পের শেষটা দর্শক বুঝতে পারবে কি না একটু কনফিউজড ছিলাম। কিন্তু দর্শক সেটা বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত ছবিটি দেখেছেন তারা এটাই বলেছেন, গল্পই ছবিটির হিরো এবং প্রত্যেকটা শিল্পী তাদের সেরাটা দিয়েছেন। এখানেই আমি তৃপ্ত। দর্শকদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দাগি’ থেকে দুর্দান্ত, অভূতপূর্ব, অদ্ভূত সাড়া পাচ্ছি। যতটা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আগামী রবিবার পর্যন্ত টিকেট নেই, সব শো হাউজফুল যাচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য পাইনি। শিহাব শাহীন আরও বললেন, এখন পর্যন্ত দাগি আমার ক্যারিয়ারের সেরা কাজ, নির্মাণ বলে মনে করি। এটার কারণ, আমি আমার নির্মাণে কোনো কমতি রাখিনি আর এর বাইরে পুরো ক্রেডিট আমার টিমের। আমার ছবিতে আফরান নিশো ছাড়া কোনো তারকা নেই। এই ছবিটি নিশো ছাড়া হতো কি না, কিংবা করতে পারতাম কি না জানি না, তবে এই টিমে যারা কাজ করেছেন সিনেমাটোগ্রাফার, সংগীত পরিচালক, কস্টিউম ডিজাইনার, প্রোডাকশন ডিজাইনার, সম্পাদনা কারিগরসহ আরও যারা আছেন তাদের ছাড়া একটা দাগি নির্মাণ করতে পারতাম না। এবার ঈদে চলচ্চিত্রের বাইরে ওটিটিতেও সরব শিহাব শাহীন। এই মাধ্যমে মুক্তি পেয়েছে তার ওয়েব ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। এটি থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ নির্মাণ করে দর্শকের মন জয় করেছিলেন। ‘দাগি’-তে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজ্জামান সেলিম, মনোজ প্রামাণিক, প্রীতি আলভি প্রমুখ।