উদীয়মান শিল্পী রাফি আলম প্রকাশ করেছেন তার প্রথম মৌলিক ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’। বসন্ত ও ভালোবাসা দিবসের ঠিক আগে স্পটিফাই, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন মিউজিকসহ বেশ কয়টি বৈশ্বিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ইপিটি। অ্যালবামটি প্রযোজনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা (অ্যাভয়েডরাফা)। ‘মিক্সটেপ’ অ্যালবামে চারটি গান রয়েছে, যা ৯০ দশকের মিক্সড অ্যালবামের কথা মনে করিয়ে দিয়ে বিভিন্ন স্টাইল এবং থিমের পরিচয় দেয়। অ্যালবামের গানগুলো হলো ‘দেখেও কি দেখো না’ (কথা : মৈত্রেয়ী দেবী, সুর ও কণ্ঠ রাফি আলম), ‘পালিয়ে যাই’ (কথা, সুর ও কণ্ঠ রাফি আলম), ‘উড়াল’ (কথা, সুর ও কণ্ঠ রাফি আলম) এবং ‘বহুপথ’ (কথা ও সুর মু রায়হান এবং কণ্ঠ রাফি আলম)। সবগুলো গানের কম্পোজিশন, প্রযোজনা এবং মাস্টারিং করেছেন রায়েফ আল হাসান রাফা। অ্যালবামে রাফা ও রাফি দেশের জনপ্রিয় র?্যাপার ব্ল্যাক জ্যাং-এর সঙ্গে একটি গানে কোলাবরেশন করেছেন। রাফি আলম বলেন, ‘আমি এমন গান করতে চেয়েছিলাম, যেগুলোতে হালকা কথা এবং সুর রয়েছেÑ যা শ্রোতারা গাড়ি চালানোর সময়, রেস্তোরাঁয় এবং পার্টি ও গেট-টুগেদারে উপভোগ করতে পারেন। আশা করি, বেশির ভাগ শ্রোতা গানগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। কারণ এগুলো বিভিন্ন থিম এবং মেজাজের মধ্যে ভিন্নতা রাখে।’
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
উদীয়মান শিল্পী রাফি আলম প্রকাশ করেছেন তার প্রথম মৌলিক ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’। বসন্ত ও ভালোবাসা দিবসের ঠিক আগে স্পটিফাই, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন মিউজিকসহ বেশ কয়টি বৈশ্বিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ইপিটি। অ্যালবামটি প্রযোজনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা (অ্যাভয়েডরাফা)। ‘মিক্সটেপ’ অ্যালবামে চারটি গান রয়েছে, যা ৯০ দশকের মিক্সড অ্যালবামের কথা মনে করিয়ে দিয়ে বিভিন্ন স্টাইল এবং থিমের পরিচয় দেয়। অ্যালবামের গানগুলো হলো ‘দেখেও কি দেখো না’ (কথা : মৈত্রেয়ী দেবী, সুর ও কণ্ঠ রাফি আলম), ‘পালিয়ে যাই’ (কথা, সুর ও কণ্ঠ রাফি আলম), ‘উড়াল’ (কথা, সুর ও কণ্ঠ রাফি আলম) এবং ‘বহুপথ’ (কথা ও সুর মু রায়হান এবং কণ্ঠ রাফি আলম)। সবগুলো গানের কম্পোজিশন, প্রযোজনা এবং মাস্টারিং করেছেন রায়েফ আল হাসান রাফা। অ্যালবামে রাফা ও রাফি দেশের জনপ্রিয় র?্যাপার ব্ল্যাক জ্যাং-এর সঙ্গে একটি গানে কোলাবরেশন করেছেন। রাফি আলম বলেন, ‘আমি এমন গান করতে চেয়েছিলাম, যেগুলোতে হালকা কথা এবং সুর রয়েছেÑ যা শ্রোতারা গাড়ি চালানোর সময়, রেস্তোরাঁয় এবং পার্টি ও গেট-টুগেদারে উপভোগ করতে পারেন। আশা করি, বেশির ভাগ শ্রোতা গানগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। কারণ এগুলো বিভিন্ন থিম এবং মেজাজের মধ্যে ভিন্নতা রাখে।’