অভিনেতা আব্দুন নূর সজল। সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও এবার দেখা মিলছে তার। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় একক নাটক ‘দূরের দেখা’-এ দেখা যায় তাকে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন আইশা খান। নাটকটির গল্পে দেখা যাবে, অন্তু চাকরি করে ঢাকার বাইরে। অফিসে প্রচ- ব্যস্ততা তার। অভিভাবক বলতে তার মামা। বাবা-মা মারা গেছেন আগেই। বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছেন তিনি। অন্তুর ব্যস্ততা, আরেকটু গুছিয়ে নেয়ার ইচ্ছা এসবই বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়ের জন্যে। এ অবস্থায় অন্তর মামা ধরলেন রফিককে। রফিক অন্তর ঘনিষ্ঠজন। অনেকটা বড় ভাইয়ের মতো। একটি সুপাত্রীর সন্ধান পেয়েছেন মামা। রফিককে দায়িত্ব দিলেন তিনি। মেয়েটির ফোন নম্বার নিয়ে রফিক কথা বলল। অন্তুকে রাজি করাল ফোনে কথা বলতে।
মেয়েটির নাম এলা। অন্তু প্রথম ফোন করল এলাকে। বলল, অফিসের ব্যস্ততার কথা, মামা পাত্রী হিসেবে এলাকে পছন্দ করেছেনÑ সে কথা। এলা জানাল, তার কিছু বক্তব্য আছে। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
অভিনেতা আব্দুন নূর সজল। সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও এবার দেখা মিলছে তার। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় একক নাটক ‘দূরের দেখা’-এ দেখা যায় তাকে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন আইশা খান। নাটকটির গল্পে দেখা যাবে, অন্তু চাকরি করে ঢাকার বাইরে। অফিসে প্রচ- ব্যস্ততা তার। অভিভাবক বলতে তার মামা। বাবা-মা মারা গেছেন আগেই। বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছেন তিনি। অন্তুর ব্যস্ততা, আরেকটু গুছিয়ে নেয়ার ইচ্ছা এসবই বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়ের জন্যে। এ অবস্থায় অন্তর মামা ধরলেন রফিককে। রফিক অন্তর ঘনিষ্ঠজন। অনেকটা বড় ভাইয়ের মতো। একটি সুপাত্রীর সন্ধান পেয়েছেন মামা। রফিককে দায়িত্ব দিলেন তিনি। মেয়েটির ফোন নম্বার নিয়ে রফিক কথা বলল। অন্তুকে রাজি করাল ফোনে কথা বলতে।
মেয়েটির নাম এলা। অন্তু প্রথম ফোন করল এলাকে। বলল, অফিসের ব্যস্ততার কথা, মামা পাত্রী হিসেবে এলাকে পছন্দ করেছেনÑ সে কথা। এলা জানাল, তার কিছু বক্তব্য আছে। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।