বর্তমানে বিনোদনের বড় একটি প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়। এপ্রিল মাসেও ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ। চলুন জেনে নিই, কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। ছাভা : ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়। এবার ঘরে বসে নেটফ্লিক্সে ১১ এপ্রিল থেকে দেখতে পাবেন সিনেমাটি। ছোরি ২ : নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ‘ছোরি’র সিক্যুয়েল এটি। ১১ এপ্রিল মুক্তি পাবে এটি। জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি। এতে মূল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। হ্যাভক : গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। টেস্ট : নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের ওপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা এটি। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। চমক- দ্য কনক্লুশন : চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। এতে অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।
কিংস্টন : তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেয়া হবে সিনেমাটি। কার্মা : এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
বর্তমানে বিনোদনের বড় একটি প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়। এপ্রিল মাসেও ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ। চলুন জেনে নিই, কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। ছাভা : ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়। এবার ঘরে বসে নেটফ্লিক্সে ১১ এপ্রিল থেকে দেখতে পাবেন সিনেমাটি। ছোরি ২ : নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ‘ছোরি’র সিক্যুয়েল এটি। ১১ এপ্রিল মুক্তি পাবে এটি। জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি। এতে মূল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। হ্যাভক : গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। টেস্ট : নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের ওপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা এটি। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। চমক- দ্য কনক্লুশন : চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। এতে অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।
কিংস্টন : তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেয়া হবে সিনেমাটি। কার্মা : এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।