এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে এবারের ঈদে বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয়ে দেখা গেছে। অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এস আর মজুমদারের ‘আজব গোল্লা’, তাইফুর জাহান আশিকের ‘গরিব জামাই’, ও মোহাসীন আকাশের ‘মাইরের উপর ঔষুধ নাই’ নাটকে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন। এ ছাড়া এখন পর্যন্ত ইউটিউবে প্রকাশিত জাকিউল ইসলাম রিপনের ‘টাইটানিকে ঈদ যাত্রা’, ‘চোরের ঘরে চুন্নি’, শহীদ উন নবীর ‘ভুল করে মিসটেক’ ও মাসুদ রানা অনিকের ‘ভাড়াটে স্বামী’ নাটকেও অভিনয় করেছেন বৃষ্টি। নির্মাতা সৈয়দ শাকিলও মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘টোনাটুনির সংসার’ শিরোনামের আরেকটি নাটক নির্মাণ করেছেন। এই নাটকটি চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হয়েছে, তবে আগামী ১৫ এপ্রিল নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে। তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারের ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশ কটি নাটকই প্রচারে এসেছে। প্রত্যেকটি নাটকেরই গল্প আলাদা, প্রত্যেকটি নাটকেই আমার চরিত্রে অন্যরকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে একটা প্রস্ততি নিয়েই কাজ করতে হয়। তিনি অভিনয়ের বিদ্যাপীঠ বলেই আমি মনে করি। ঈদে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা।’
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে এবারের ঈদে বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয়ে দেখা গেছে। অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এস আর মজুমদারের ‘আজব গোল্লা’, তাইফুর জাহান আশিকের ‘গরিব জামাই’, ও মোহাসীন আকাশের ‘মাইরের উপর ঔষুধ নাই’ নাটকে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন। এ ছাড়া এখন পর্যন্ত ইউটিউবে প্রকাশিত জাকিউল ইসলাম রিপনের ‘টাইটানিকে ঈদ যাত্রা’, ‘চোরের ঘরে চুন্নি’, শহীদ উন নবীর ‘ভুল করে মিসটেক’ ও মাসুদ রানা অনিকের ‘ভাড়াটে স্বামী’ নাটকেও অভিনয় করেছেন বৃষ্টি। নির্মাতা সৈয়দ শাকিলও মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘টোনাটুনির সংসার’ শিরোনামের আরেকটি নাটক নির্মাণ করেছেন। এই নাটকটি চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হয়েছে, তবে আগামী ১৫ এপ্রিল নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে। তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারের ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশ কটি নাটকই প্রচারে এসেছে। প্রত্যেকটি নাটকেরই গল্প আলাদা, প্রত্যেকটি নাটকেই আমার চরিত্রে অন্যরকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে একটা প্রস্ততি নিয়েই কাজ করতে হয়। তিনি অভিনয়ের বিদ্যাপীঠ বলেই আমি মনে করি। ঈদে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা।’