ফিলিস্তিনের গাজা এবং রাফা অঞ্চলে ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একইসঙ্গে গাজার নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে আগামী ১১ এপ্রিল পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই গণহত্যার প্রতিবাদ হিসেবে শুক্রবার দেশজুড়ে তৌহিদী জনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, তাদের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে আমাদের। এ জন্য ‘স্বাধীনতা কনসার্ট’র পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে একদিন পর, অর্থাৎ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে কনসার্টটি। ৭ এপ্রিল সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরদিন ১২ এপ্রিল সার্বজনীনভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, মহান স্বাধীনত দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য দেশীয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এবং একইদিন বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় পৃথক ভেন্যুতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজা এবং রাফা অঞ্চলে ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একইসঙ্গে গাজার নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে আগামী ১১ এপ্রিল পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই গণহত্যার প্রতিবাদ হিসেবে শুক্রবার দেশজুড়ে তৌহিদী জনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, তাদের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে আমাদের। এ জন্য ‘স্বাধীনতা কনসার্ট’র পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে একদিন পর, অর্থাৎ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে কনসার্টটি। ৭ এপ্রিল সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরদিন ১২ এপ্রিল সার্বজনীনভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, মহান স্বাধীনত দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য দেশীয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এবং একইদিন বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় পৃথক ভেন্যুতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।