এই প্রজন্মের সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রেম বিরহের গান ‘ভালো আমি বাসলাম যারে’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ। সুর করেছেন কে ডি বিজন। এ বিষয়ে মিথিলা বলেন, ‘অনেকদিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ হওয়ায় ভীষণ ভালো লাগছে। কারণ একজন শিল্পীর নিজের পরিচয় মৌলিক গান দিয়েই। তাই যত বেশি মৌলিক গান প্রকাশ করা উচিত। আবার মৌলিক গান হিট হওয়ায়ও বা শ্রোতা-দর্শকের ভালো লাগার বিষয়টাও শিল্পীর জন্য পরম সৌভাগ্যের বিষয়। নতুন এই গানটি অর্থাৎ ভালো আমি বাসলাম যারে একটি প্রেম বিরহের গান। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে বিভিন্ন স্টেজ শোতে গানটি গেয়েছিও। দেখলাম যে শ্রোতা দর্শকরাও গানটি পছন্দ করছেন। এখানেই নিজের মৌলিক গান প্রকাশের স্বার্থকতা। ধন্যবাদ আমাকে সুন্দর এই গানটি দেয়ার জন্য গীতিকার পলাশ ভাই ও সুরকার বিজন ভাইকে।’ এরই মধ্যে মিথিলা বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ এবং এসএসটিভির ‘স্টারটক’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ‘স্টারটক’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পেয়েছেন উপস্থাপিকা শান্তা জাহানকে।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
এই প্রজন্মের সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রেম বিরহের গান ‘ভালো আমি বাসলাম যারে’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ। সুর করেছেন কে ডি বিজন। এ বিষয়ে মিথিলা বলেন, ‘অনেকদিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ হওয়ায় ভীষণ ভালো লাগছে। কারণ একজন শিল্পীর নিজের পরিচয় মৌলিক গান দিয়েই। তাই যত বেশি মৌলিক গান প্রকাশ করা উচিত। আবার মৌলিক গান হিট হওয়ায়ও বা শ্রোতা-দর্শকের ভালো লাগার বিষয়টাও শিল্পীর জন্য পরম সৌভাগ্যের বিষয়। নতুন এই গানটি অর্থাৎ ভালো আমি বাসলাম যারে একটি প্রেম বিরহের গান। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে বিভিন্ন স্টেজ শোতে গানটি গেয়েছিও। দেখলাম যে শ্রোতা দর্শকরাও গানটি পছন্দ করছেন। এখানেই নিজের মৌলিক গান প্রকাশের স্বার্থকতা। ধন্যবাদ আমাকে সুন্দর এই গানটি দেয়ার জন্য গীতিকার পলাশ ভাই ও সুরকার বিজন ভাইকে।’ এরই মধ্যে মিথিলা বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ এবং এসএসটিভির ‘স্টারটক’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ‘স্টারটক’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পেয়েছেন উপস্থাপিকা শান্তা জাহানকে।