আবারও মঞ্চে আসছে আলোচিত নাটক ‘মার্ক্স ইন সোহো’। ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ মে থেকে ৩ মে টানা তিন দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শনী রয়েছে। ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটি মঞ্চে আনছে বটতলা ও যাত্রিক। প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এ নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কী আছে? এই যে পৃথিবীতে বাস করছি, আমরা যেখানে নানা বৈষম্য বিদ্যমান, শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তার জীবন যেখানে মূল্যহীন, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে-ভেতরে চিৎকার-রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু-একটি চিৎকারেরও টুঁটি চেপে ধরা এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে, নাকি তার নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও। বটতলার ওয়েবসাইটে প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
আবারও মঞ্চে আসছে আলোচিত নাটক ‘মার্ক্স ইন সোহো’। ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ মে থেকে ৩ মে টানা তিন দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শনী রয়েছে। ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটি মঞ্চে আনছে বটতলা ও যাত্রিক। প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এ নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কী আছে? এই যে পৃথিবীতে বাস করছি, আমরা যেখানে নানা বৈষম্য বিদ্যমান, শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তার জীবন যেখানে মূল্যহীন, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে-ভেতরে চিৎকার-রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু-একটি চিৎকারেরও টুঁটি চেপে ধরা এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে, নাকি তার নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও। বটতলার ওয়েবসাইটে প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে।