স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে ধারাবাহিক নাটক ‘ইউএসবি’ ইউনাইটেড স্টে অব বরিশাল। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্যকার ও নাট্যনির্মাতা মাইদুল রাকিব। নাটকটিতে এবারই প্রধথম একসঙ্গে অভিনয় করছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী ও মুকিত জাকারিয়া। মিমের শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন রিফাত চৌধুরী। মিমের স্বামীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শরাফ আহমেদ জীবন। তারই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। নাটকটি যেহেতু নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে, তাই এর শুটিংও হচ্ছে নিয়মিত। গত সোমবারও রাজধানীর উত্তরার আপনঘর শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ হয়েছে। এতে অংশ নিয়েছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আহসানুল হক মিনু, শহীদ উন নবীসহ আরও অনেকেই। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন, ‘এখন খুব বেশি নাটকে অভিনয় করিনা। যাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার এবং যাদের গল্পের প্রতি আস্থা আছে তাদের নাটকেই অভিনয় করি। মাইদুল রাকিবের লেখার হাত ভালো।
বুঝে শুনে বেশ চমৎকার নির্দেশনা দেয়। আশা করছি নাটকটির আরো জনপ্রিয়তা বাড়বে।’ মুকিত জাকারিয়া বলেন, ‘বেশকিছু ধারাবাহিকে কাজ করছি। তার মধ্যে ইউএসবি নাটকটি ভালোলাগার একটি নাটক। সবার সঙ্গে অভিনয় করতেও বেশ ভালোলাগে। শুভ কামনা রইলো মাইদুল রাকিবের জন্য।’ মিম চৌধুরী বলেন, ‘নাটকে যারা সহশিল্পী তাদের সঙ্গে আগেও নাটকে কাজ করেছি। যে কারণে এই ধারাবাহিকে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করছি। তাছাড়া মাইদুল রাকিব ভীষণ যত্ন নিয়েই নাটক নির্মাণ করে। বেশ পরিপাটি গুছানো তার টিম। ইউএসবি-নাটকটির জন্য এই নাটকের শিল্পীরা বেশ ভালো সাড়া পাচ্ছেন। আগামীতে আরো দর্শকপ্রিয় হয়ে উঠবে এই নাটকটি এটা আমার বিশ্বাস। ধন্যবাদ ইউএসবি-ও পুরো টিমকে।’
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে ধারাবাহিক নাটক ‘ইউএসবি’ ইউনাইটেড স্টে অব বরিশাল। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্যকার ও নাট্যনির্মাতা মাইদুল রাকিব। নাটকটিতে এবারই প্রধথম একসঙ্গে অভিনয় করছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী ও মুকিত জাকারিয়া। মিমের শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন রিফাত চৌধুরী। মিমের স্বামীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শরাফ আহমেদ জীবন। তারই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। নাটকটি যেহেতু নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে, তাই এর শুটিংও হচ্ছে নিয়মিত। গত সোমবারও রাজধানীর উত্তরার আপনঘর শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ হয়েছে। এতে অংশ নিয়েছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আহসানুল হক মিনু, শহীদ উন নবীসহ আরও অনেকেই। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন, ‘এখন খুব বেশি নাটকে অভিনয় করিনা। যাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার এবং যাদের গল্পের প্রতি আস্থা আছে তাদের নাটকেই অভিনয় করি। মাইদুল রাকিবের লেখার হাত ভালো।
বুঝে শুনে বেশ চমৎকার নির্দেশনা দেয়। আশা করছি নাটকটির আরো জনপ্রিয়তা বাড়বে।’ মুকিত জাকারিয়া বলেন, ‘বেশকিছু ধারাবাহিকে কাজ করছি। তার মধ্যে ইউএসবি নাটকটি ভালোলাগার একটি নাটক। সবার সঙ্গে অভিনয় করতেও বেশ ভালোলাগে। শুভ কামনা রইলো মাইদুল রাকিবের জন্য।’ মিম চৌধুরী বলেন, ‘নাটকে যারা সহশিল্পী তাদের সঙ্গে আগেও নাটকে কাজ করেছি। যে কারণে এই ধারাবাহিকে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করছি। তাছাড়া মাইদুল রাকিব ভীষণ যত্ন নিয়েই নাটক নির্মাণ করে। বেশ পরিপাটি গুছানো তার টিম। ইউএসবি-নাটকটির জন্য এই নাটকের শিল্পীরা বেশ ভালো সাড়া পাচ্ছেন। আগামীতে আরো দর্শকপ্রিয় হয়ে উঠবে এই নাটকটি এটা আমার বিশ্বাস। ধন্যবাদ ইউএসবি-ও পুরো টিমকে।’