এই প্রজন্মের কণ্ঠশিল্পী জোবায়েদ জাহাঙ্গীর জয়। এবার প্রকাশ পেল তার মৌলিক গান ‘ফিরবে না’। গানটি জয়েরই লেখা ও সুর করা গান। ধ্রুব মিউজিক স্টেশনের ‘আমার গান’ নামক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশ হাজার জনের মধ্যে প্রথমে ১০০ জনের মধ্যে এবং পরবর্তীতে সেরা ত্রিশে স্থান করে নেন জয়। সেই ধারাবাহিকতায় আজ প্রকাশ পেতে যাচ্ছে জয়ের কণ্ঠে ‘ফিরবে না’ গানটি। জয় বলেন, ‘আমি সুফি ঘরানার গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এর পাশাপাশি বাংলাদেশ ভারতের প্রতিথযশা শিল্পীদের গান গাইতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার পরম সৌভাগ্য যে ধ্রুব গুহ দাদা আমাকে ভীষণ স্নেœহ করেন। তার প্রতিষ্ঠান থেকেই আমার প্রথম গান ফিরবো না প্রকাশ পেতে যাচ্ছে।’ জয় জানান, গানে তিনি আগামীতে তালিমও নিতে চান। যেন গানকে ঘিরে কোনো ধরনের ভুল না থাকে তার পরিবেশনায়। কারণ মনে প্রাণে একজন সত্যিকারের এবং শুদ্ধ সুরেরই গায়ক হতে চান তিনি। গানের ভুবেন জয়ের পথ চলাটা ২০১২ সালে।
শনিবার, ০৩ মে ২০২৫
এই প্রজন্মের কণ্ঠশিল্পী জোবায়েদ জাহাঙ্গীর জয়। এবার প্রকাশ পেল তার মৌলিক গান ‘ফিরবে না’। গানটি জয়েরই লেখা ও সুর করা গান। ধ্রুব মিউজিক স্টেশনের ‘আমার গান’ নামক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশ হাজার জনের মধ্যে প্রথমে ১০০ জনের মধ্যে এবং পরবর্তীতে সেরা ত্রিশে স্থান করে নেন জয়। সেই ধারাবাহিকতায় আজ প্রকাশ পেতে যাচ্ছে জয়ের কণ্ঠে ‘ফিরবে না’ গানটি। জয় বলেন, ‘আমি সুফি ঘরানার গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এর পাশাপাশি বাংলাদেশ ভারতের প্রতিথযশা শিল্পীদের গান গাইতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার পরম সৌভাগ্য যে ধ্রুব গুহ দাদা আমাকে ভীষণ স্নেœহ করেন। তার প্রতিষ্ঠান থেকেই আমার প্রথম গান ফিরবো না প্রকাশ পেতে যাচ্ছে।’ জয় জানান, গানে তিনি আগামীতে তালিমও নিতে চান। যেন গানকে ঘিরে কোনো ধরনের ভুল না থাকে তার পরিবেশনায়। কারণ মনে প্রাণে একজন সত্যিকারের এবং শুদ্ধ সুরেরই গায়ক হতে চান তিনি। গানের ভুবেন জয়ের পথ চলাটা ২০১২ সালে।