মিউজিক ভিডিওতে এই প্রজন্মে যে কজন মডেল নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কেএম সাঈদ নিলয় বেশ আলোচনায় রয়েছেন। একের পর এক তিনি নতুন নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন। এবার এলো তার নতুন কাজ। নিলয় জানান, ‘তুমি আমি রাজি’ নিয়ে তিনি ভীষণ প্রত্যাশী। কারণ এই গানের মিউজিক ভিডিওটা বেশ আয়োজন করেই করা হয়েছে। বিশ্ব মে দিবসে গানটি ইউটিউবে প্রকাশ পায়। ‘তুমি আমি রাজি’ গানটি গেয়েছেন এসএম নজরুল। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান, মিউজিক করেছেন এএন ফরহাদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম, কোরিওগ্রাফি করেছেন হীরা শিকদার। এতে নিলয়ের সঙ্গে মডেল হিসেবে আছেন প্রিয়া অন্যন্যা। নিলয় বলেন, ‘মিউজিক
ভিডিওতেই মডেল হিসেবে বেশি কাজ করি। তবে ইচ্ছে করে ভালো গল্পের নাটকে অভিনয় করার। হয়তো আগামীতে সেই সুযোগ আসবে। তবে আপাতত ভালো ভালো গানের মডেল হিসেবে কাজ করাই আমার ব্যস্ততা। অনেক গানের মডেল হয়েছি। দর্শকের কাছ থেকে যে সাড়া পাই, যে ভালোবাসা পাই তাতে মুগ্ধ। প্রিয়াও খুব ভালো করেছে। আমার মনে হয় আগামীতে প্রিয়া আরো ভালো করবে।’ আজ থেকে নয় বছর আগে ‘স্বপ্নবুনি’ গানে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে তার পেশাদারী পথচলা শুরু। এইচপি হৃদয়ের এই গানে তার সহশিল্পী ছিলেন আঁখি। তবে ২০১৯ সালে কামরুজ্জামান রাব্বির গাওয়া আর এস জুয়েল নির্মিত ‘ভাব নাই’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশি আলোচনায় আসেন সাঈদ নিলয়
শনিবার, ০৩ মে ২০২৫
মিউজিক ভিডিওতে এই প্রজন্মে যে কজন মডেল নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কেএম সাঈদ নিলয় বেশ আলোচনায় রয়েছেন। একের পর এক তিনি নতুন নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন। এবার এলো তার নতুন কাজ। নিলয় জানান, ‘তুমি আমি রাজি’ নিয়ে তিনি ভীষণ প্রত্যাশী। কারণ এই গানের মিউজিক ভিডিওটা বেশ আয়োজন করেই করা হয়েছে। বিশ্ব মে দিবসে গানটি ইউটিউবে প্রকাশ পায়। ‘তুমি আমি রাজি’ গানটি গেয়েছেন এসএম নজরুল। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান, মিউজিক করেছেন এএন ফরহাদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম, কোরিওগ্রাফি করেছেন হীরা শিকদার। এতে নিলয়ের সঙ্গে মডেল হিসেবে আছেন প্রিয়া অন্যন্যা। নিলয় বলেন, ‘মিউজিক
ভিডিওতেই মডেল হিসেবে বেশি কাজ করি। তবে ইচ্ছে করে ভালো গল্পের নাটকে অভিনয় করার। হয়তো আগামীতে সেই সুযোগ আসবে। তবে আপাতত ভালো ভালো গানের মডেল হিসেবে কাজ করাই আমার ব্যস্ততা। অনেক গানের মডেল হয়েছি। দর্শকের কাছ থেকে যে সাড়া পাই, যে ভালোবাসা পাই তাতে মুগ্ধ। প্রিয়াও খুব ভালো করেছে। আমার মনে হয় আগামীতে প্রিয়া আরো ভালো করবে।’ আজ থেকে নয় বছর আগে ‘স্বপ্নবুনি’ গানে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে তার পেশাদারী পথচলা শুরু। এইচপি হৃদয়ের এই গানে তার সহশিল্পী ছিলেন আঁখি। তবে ২০১৯ সালে কামরুজ্জামান রাব্বির গাওয়া আর এস জুয়েল নির্মিত ‘ভাব নাই’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশি আলোচনায় আসেন সাঈদ নিলয়