এ প্রজন্মের কণ্ঠশিল্পী জেফার রহমান। তার গায়কী সবসময়ই যে অন্যদের থেকে আলাদা, তারই প্রমাণ দিলেন আরও একবার। গত ২৯ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর একক গান ‘তীর’। মিউজিক ভিডিওতে, গানের সঙ্গে তিনি হয়ে উঠেছেন একজন পারফরমার। জেফারের মতে, ভয়কে জয়ের মন্ত্রে তিনি এই গান লিখেছেন। তবে তার সঙ্গে আদিব কবিরও আছেন গানের কথা রচনায়। সুর করেছেন জেফার নিজেই। ‘তীর’ শিরোনামের গানটির সংগীতায়োজক আদিব কবির। দেখো স্টুডিওর ব্যানারে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ। এরই মধ্যে ইউটিউবে গানটি দেখে ফেলেছে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ। গানের কমেন্টবক্সে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন শ্রোতা-ভক্তরা। গানটি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলা গানে আরও নতুন মাত্রা যোগ করা যায় কিনা, সে ভাবনা থেকে ২০২১ সালে তীর-এর পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সংগীতের অনেক কাটাছেঁড়া শেষে তৈরি হয় গানটি। ২০২৪ সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এককথায়, তীর দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল। যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন।’ বলা প্রয়োজন, জেফার রহমান একদিকে যেমন গান নিয়ে আলোচনায় থাকেন, তেমনি তার অভিনয় প্রতিভা সম্পর্কেও সবাই অবগত। তবে তিনি যেহেতু গানের মানুষ। তাই গানেই তিনি বেশি নিয়মিত। সময় ও সুযোগ বুঝে অভিনয়ও করে থাকেন। তাইতো, অভিনয়ের প্রভাবটা তার গানেও পড়ে।
রোববার, ০৪ মে ২০২৫
এ প্রজন্মের কণ্ঠশিল্পী জেফার রহমান। তার গায়কী সবসময়ই যে অন্যদের থেকে আলাদা, তারই প্রমাণ দিলেন আরও একবার। গত ২৯ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর একক গান ‘তীর’। মিউজিক ভিডিওতে, গানের সঙ্গে তিনি হয়ে উঠেছেন একজন পারফরমার। জেফারের মতে, ভয়কে জয়ের মন্ত্রে তিনি এই গান লিখেছেন। তবে তার সঙ্গে আদিব কবিরও আছেন গানের কথা রচনায়। সুর করেছেন জেফার নিজেই। ‘তীর’ শিরোনামের গানটির সংগীতায়োজক আদিব কবির। দেখো স্টুডিওর ব্যানারে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ। এরই মধ্যে ইউটিউবে গানটি দেখে ফেলেছে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ। গানের কমেন্টবক্সে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন শ্রোতা-ভক্তরা। গানটি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলা গানে আরও নতুন মাত্রা যোগ করা যায় কিনা, সে ভাবনা থেকে ২০২১ সালে তীর-এর পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সংগীতের অনেক কাটাছেঁড়া শেষে তৈরি হয় গানটি। ২০২৪ সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এককথায়, তীর দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল। যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন।’ বলা প্রয়োজন, জেফার রহমান একদিকে যেমন গান নিয়ে আলোচনায় থাকেন, তেমনি তার অভিনয় প্রতিভা সম্পর্কেও সবাই অবগত। তবে তিনি যেহেতু গানের মানুষ। তাই গানেই তিনি বেশি নিয়মিত। সময় ও সুযোগ বুঝে অভিনয়ও করে থাকেন। তাইতো, অভিনয়ের প্রভাবটা তার গানেও পড়ে।