অভিনেত্রী সারিকা সাবাহ, তিনি এর আগেও ওয়েবসিরিজে কাজ করেছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা ওয়েবসিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ সাওকী। সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গ’র মুসবিতসহ আরও কয়েকটি ওয়েবসিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমি বিগ বাজেটের ওয়েবসিরিজে অভিনয় করেছি। গুলমোহরমূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েবসিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ সাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েবসিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’ জানা যায়, শীঘ্রই ‘গুলমোহর’ ওয়েবসিরিজটি একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসবে। প্রচারে আসার পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেওয়া হবে। এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে সারিকা জানান, আবারো তিনি শীঘ্রই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যা- মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল ম-ল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সোমবার, ০৫ মে ২০২৫
অভিনেত্রী সারিকা সাবাহ, তিনি এর আগেও ওয়েবসিরিজে কাজ করেছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা ওয়েবসিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ সাওকী। সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গ’র মুসবিতসহ আরও কয়েকটি ওয়েবসিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমি বিগ বাজেটের ওয়েবসিরিজে অভিনয় করেছি। গুলমোহরমূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েবসিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ সাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েবসিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’ জানা যায়, শীঘ্রই ‘গুলমোহর’ ওয়েবসিরিজটি একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসবে। প্রচারে আসার পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেওয়া হবে। এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে সারিকা জানান, আবারো তিনি শীঘ্রই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যা- মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল ম-ল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।