বাংলাদেশের অভিনয় শিল্পী আয়েশা সালমা মুক্তি। দুই দশকেরও বেশি সময় আগে একুশে টিভিতে মিনহাজুর রহমান পরিচালিত ‘অগ্নিগিরি’ নাটকে তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান। এরপর অনেক দর্শকপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে এবারই প্রথম তিনি উপস্থাপনা করেছেন। বিটিভিতে এরইমধ্যে প্রচারিত ‘নবাবী ভোজ’ অনুষ্ঠানের দুটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। একটি পর্বের অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ ও আরেকটি পর্বের অতিথি ছিলেন নৃত্যশিল্পী, অভিনেত্রী নিসা। মুক্তি বলেন,‘ অনেকটা হঠাৎ করেই উপস্থাপনা করা। বিটিভি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ভেবে দেখলাম দীর্ঘদিনের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে উপস্থাপনাটা শুরু করে দেখি কেমন হয়। দুটি পর্বের উপস্থাপনা বেশ ভালোভাবেই করেছি। আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। প্রচারের পর টুকটাক ভালোই সাড়া পেয়েছি। আগামীতে ভালো অনুষ্ঠানের উপস্থাপনা করার প্রস্তাব পেলে ভেবে দেখা যেতে পারে। আগামীতে যেন ভালো ভালো গল্পের কিছু নাটকে অভিনয় করতে পারি।’ মুক্তির প্রথম বিজ্ঞাপন ছিল তারিক আনাম খানের নির্দেশনায় ‘সার্ফ এক্সেল’র। এরপর আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত‘ তুমি আছে হৃদয়ে’ তার অভিনীত প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কায়েস আরজু। এরপর শাকিব খানের সঙ্গে ‘জোর করে ভালোবাসা হয় না’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। মুক্তির বাবা বীরমুক্তিযোদ্ধা শেখ আবদার রহমান (প্রয়াত) ও মা রোকেয়া রহমান।
সোমবার, ০৫ মে ২০২৫
বাংলাদেশের অভিনয় শিল্পী আয়েশা সালমা মুক্তি। দুই দশকেরও বেশি সময় আগে একুশে টিভিতে মিনহাজুর রহমান পরিচালিত ‘অগ্নিগিরি’ নাটকে তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান। এরপর অনেক দর্শকপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে এবারই প্রথম তিনি উপস্থাপনা করেছেন। বিটিভিতে এরইমধ্যে প্রচারিত ‘নবাবী ভোজ’ অনুষ্ঠানের দুটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। একটি পর্বের অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ ও আরেকটি পর্বের অতিথি ছিলেন নৃত্যশিল্পী, অভিনেত্রী নিসা। মুক্তি বলেন,‘ অনেকটা হঠাৎ করেই উপস্থাপনা করা। বিটিভি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ভেবে দেখলাম দীর্ঘদিনের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে উপস্থাপনাটা শুরু করে দেখি কেমন হয়। দুটি পর্বের উপস্থাপনা বেশ ভালোভাবেই করেছি। আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। প্রচারের পর টুকটাক ভালোই সাড়া পেয়েছি। আগামীতে ভালো অনুষ্ঠানের উপস্থাপনা করার প্রস্তাব পেলে ভেবে দেখা যেতে পারে। আগামীতে যেন ভালো ভালো গল্পের কিছু নাটকে অভিনয় করতে পারি।’ মুক্তির প্রথম বিজ্ঞাপন ছিল তারিক আনাম খানের নির্দেশনায় ‘সার্ফ এক্সেল’র। এরপর আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত‘ তুমি আছে হৃদয়ে’ তার অভিনীত প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কায়েস আরজু। এরপর শাকিব খানের সঙ্গে ‘জোর করে ভালোবাসা হয় না’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। মুক্তির বাবা বীরমুক্তিযোদ্ধা শেখ আবদার রহমান (প্রয়াত) ও মা রোকেয়া রহমান।