এই প্রজন্মের সংগীতশিল্পী তামান্না প্রমি। তিনি এবারই প্রথম কোনো আইটেম সং নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। মুম্বাইয়ের প্রখ্যাত গীতিকার-সংগীত পরিচালক রজত ঘোষের কথা, সুর ও সংগীতায়োজনে আইটেম সং ‘যা বলে দে’ নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন তামান্না প্রমি। এই আইটেম সং-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিপন মিত্র। ‘ব্ল্যাক পেপার প্রোডাকশন’ থেকে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। যদিও এরই মধ্যে মিউজিক ভিডিওর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন। বাকি অর্ধেক কাজ ঈদের আগেই শেষ করার চেষ্টা চলছে প্রমির। যদি ঈদের আগেই কাজ শেষ হয়ে যায় তাহলে ঈদেই প্রমির নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘তামান্না প্রমি’তে ‘যা বলে দে’ প্রকাশ পাবে। তামান্না প্রমি বলেন, ‘আমাকে সাধারণত আমার ভক্ত-দর্শক যেভাবে গানের ভিডিওতে দেখেছেন। এই গানে একেবারেই আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমাকে এই আইটেম সং-এ দর্শক নাচতে নাচতে গাইতে দেখবেন। এই গানের পারফর্ম্যান্সে আমি আমার নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যেহেতু প্রথম আমার কণ্ঠে আইটেম সং এবং গানের ভিডিওতে আমি নেচেছি, পাশাপাশি গানের কথা সুর সংগীত এক কথায় দারুণ। সে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষায়।’ এদিকে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ‘মিউজিক আলফা’ থেকে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি করা হয়েছে। নতুন গানের সংগীতায়োজন করেছেন শান শায়েক।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
এই প্রজন্মের সংগীতশিল্পী তামান্না প্রমি। তিনি এবারই প্রথম কোনো আইটেম সং নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। মুম্বাইয়ের প্রখ্যাত গীতিকার-সংগীত পরিচালক রজত ঘোষের কথা, সুর ও সংগীতায়োজনে আইটেম সং ‘যা বলে দে’ নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন তামান্না প্রমি। এই আইটেম সং-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিপন মিত্র। ‘ব্ল্যাক পেপার প্রোডাকশন’ থেকে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। যদিও এরই মধ্যে মিউজিক ভিডিওর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন। বাকি অর্ধেক কাজ ঈদের আগেই শেষ করার চেষ্টা চলছে প্রমির। যদি ঈদের আগেই কাজ শেষ হয়ে যায় তাহলে ঈদেই প্রমির নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘তামান্না প্রমি’তে ‘যা বলে দে’ প্রকাশ পাবে। তামান্না প্রমি বলেন, ‘আমাকে সাধারণত আমার ভক্ত-দর্শক যেভাবে গানের ভিডিওতে দেখেছেন। এই গানে একেবারেই আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমাকে এই আইটেম সং-এ দর্শক নাচতে নাচতে গাইতে দেখবেন। এই গানের পারফর্ম্যান্সে আমি আমার নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যেহেতু প্রথম আমার কণ্ঠে আইটেম সং এবং গানের ভিডিওতে আমি নেচেছি, পাশাপাশি গানের কথা সুর সংগীত এক কথায় দারুণ। সে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষায়।’ এদিকে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ‘মিউজিক আলফা’ থেকে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি করা হয়েছে। নতুন গানের সংগীতায়োজন করেছেন শান শায়েক।