আসছে সিরিজ ‘ফ্যাঁকড়া’। সাত পর্বের ওয়েব সিরিজটির শুটিং হয় গত বছরের আগস্টে। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অস্থির। কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সরকারের পতন—এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকা-মানিকগঞ্জ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং করতে গিয়ে যা হয়েছে, চাইলে সেটা নিয়েই একটা তথ্যচিত্র বানিয়ে ফেলা যায়। ‘একবার তো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। আমাদের সঙ্গে সাত-আটটা গাড়ি, অভিনয়শিল্পী, কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। তখন যা অবস্থা ছিল তাতে তাদের দোষ দেয়া যায় না।’ আসিফ জানান, ২০২৩ সালের দিকে সিরিজটির পরিকল্পনা হয়। পরে প্রকল্পটিতে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সাত পর্বের ‘ফ্যাঁকড়া’ মূলত সম্পর্কের গল্প।
গত সপ্তাহেই এসেছে সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার। নির্মাতা বলেন, শুরুতে সিরিজটি তারা সীমিত পরিসরে নির্মাণ করতে চেয়েছিলেন, সে কারণে খুব বেশি পরিচিত মুখ রাখতে চাননি। ‘আমি চেয়েছি এমন সব শিল্পীকে নিতে, যাদের সঙ্গে কাজ করা সহজ হবে। সিরিজটি দেখার পর দর্শক বুঝবেন, অভিনয়শিল্পী নির্বাচন কতটা যথাযথ ছিল। আমি সততার সঙ্গে গল্পটি বলতে চেয়েছি, সে জায়গা থেকে যাদের কথা মনে হয়েছে নিয়েছি।’ ‘ফ্যাঁকড়া’ আজ বঙ্গতে মুক্তি পাবে। নির্মাতা জানান, সিরিজটির দ্বিতীয় মৌসুমও আসতে পারে।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
আসছে সিরিজ ‘ফ্যাঁকড়া’। সাত পর্বের ওয়েব সিরিজটির শুটিং হয় গত বছরের আগস্টে। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অস্থির। কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সরকারের পতন—এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকা-মানিকগঞ্জ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং করতে গিয়ে যা হয়েছে, চাইলে সেটা নিয়েই একটা তথ্যচিত্র বানিয়ে ফেলা যায়। ‘একবার তো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। আমাদের সঙ্গে সাত-আটটা গাড়ি, অভিনয়শিল্পী, কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। তখন যা অবস্থা ছিল তাতে তাদের দোষ দেয়া যায় না।’ আসিফ জানান, ২০২৩ সালের দিকে সিরিজটির পরিকল্পনা হয়। পরে প্রকল্পটিতে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সাত পর্বের ‘ফ্যাঁকড়া’ মূলত সম্পর্কের গল্প।
গত সপ্তাহেই এসেছে সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার। নির্মাতা বলেন, শুরুতে সিরিজটি তারা সীমিত পরিসরে নির্মাণ করতে চেয়েছিলেন, সে কারণে খুব বেশি পরিচিত মুখ রাখতে চাননি। ‘আমি চেয়েছি এমন সব শিল্পীকে নিতে, যাদের সঙ্গে কাজ করা সহজ হবে। সিরিজটি দেখার পর দর্শক বুঝবেন, অভিনয়শিল্পী নির্বাচন কতটা যথাযথ ছিল। আমি সততার সঙ্গে গল্পটি বলতে চেয়েছি, সে জায়গা থেকে যাদের কথা মনে হয়েছে নিয়েছি।’ ‘ফ্যাঁকড়া’ আজ বঙ্গতে মুক্তি পাবে। নির্মাতা জানান, সিরিজটির দ্বিতীয় মৌসুমও আসতে পারে।