শিরিন চৌধুরীর গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’তে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ। শিরিন চৌধুরীর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। মৌ বলেন, ‘গানটা তো আমার ভীষণ প্রিয়। তবে আমি সাধারণত গানের ভিডিওতে মডেল হই না। কিন্তু গানটির ভিডিওর ভাবনা আমার বেশ মনে ধরেছে, তাই কাজটি করেছি। প্রকাশের পর পরিচিতজন ও শুভাকাক্সক্ষীরা গানটি নিয়ে কথা বলছেন, ভিডিওর প্রশংসাও করছেন- যা ভালো লেগেছে।’ মৌ আরও বলেন, ‘গানটির ভিডিওর চিত্রনাট্য ভালো হয়েছে। খুব ভালো কোনো চিত্রনাট্য হলে সেসব কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ, এ ধরনের কাজে একরকমের যত্নের ছোঁয়া থাকে। এই গানের ভিডিওতে কাজ করার আরেকটি বিষয়, মা-মেয়ের সুন্দর একটি গল্প বলা হয়েছে, যেটি মা দিবসে প্রকাশিত হয়েছে।’ গানটিতে মায়ের চরিত্রে মৌ এবং তার মেয়ের চরিত্রে নিদ্রিতা সরকার অভিনয় করেছেন। গানের ভিডিও বানিয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার একাধিক স্থানে টানা দুই দিন শুটিং হয়েছে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
শিরিন চৌধুরীর গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’তে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ। শিরিন চৌধুরীর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। মৌ বলেন, ‘গানটা তো আমার ভীষণ প্রিয়। তবে আমি সাধারণত গানের ভিডিওতে মডেল হই না। কিন্তু গানটির ভিডিওর ভাবনা আমার বেশ মনে ধরেছে, তাই কাজটি করেছি। প্রকাশের পর পরিচিতজন ও শুভাকাক্সক্ষীরা গানটি নিয়ে কথা বলছেন, ভিডিওর প্রশংসাও করছেন- যা ভালো লেগেছে।’ মৌ আরও বলেন, ‘গানটির ভিডিওর চিত্রনাট্য ভালো হয়েছে। খুব ভালো কোনো চিত্রনাট্য হলে সেসব কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ, এ ধরনের কাজে একরকমের যত্নের ছোঁয়া থাকে। এই গানের ভিডিওতে কাজ করার আরেকটি বিষয়, মা-মেয়ের সুন্দর একটি গল্প বলা হয়েছে, যেটি মা দিবসে প্রকাশিত হয়েছে।’ গানটিতে মায়ের চরিত্রে মৌ এবং তার মেয়ের চরিত্রে নিদ্রিতা সরকার অভিনয় করেছেন। গানের ভিডিও বানিয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার একাধিক স্থানে টানা দুই দিন শুটিং হয়েছে।