২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত রোমান্টিক ড্রামা ফিল্ম ‘ইট অ্যান্ডস উইথ আস’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে নায়ক হিসেবে ছিলেন জাস্টিন বাল্ডোনি এবং তার বিপরীতে ছিলেন ‘গসিপ গার্ল’ খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলি। মুক্তির পর সিনেমাটি সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার আয় করে। তবে বিপত্তি বাধে চার মাস পর। একই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ করেন ব্লেইক। এরপর চলতি বছরের জানুয়ারিতে ব্লেইক লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন পরিচালক জাস্টিন বাল্ডোনি। এবার সেই মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্য সংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে। অভিযোগ, ‘ইট অ্যান্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা
চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উস্কানি দিয়েছিলেন টেলর। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফেটর নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন। তার প্রতিনিধিরা বিবিসিকে বলেছেন, ‘ট্যাবলয়েড ক্লিকবেইট’ তৈরির জন্য জাস্টিন বাল্ডোনি ও ব্লেইক লাইভলির মধ্যকার আইনি বিরোধে তাকে জড়ানো হয়েছে। আগামী বছরের মার্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। পরিচালক বলছেন, ২০২৩ সালে স্ক্রিপ্ট পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য তাকে লাইভলির নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানান হয়েছিল, যেখানে লাইভলির স্বামী অভিনেতা ও প্রযোজক রায়ান রেনল্ডস এবং টেলর সুইফট উপস্থিত ছিলেন। তবে সুইফটের প্রতিনিধিরা বলেছেন, ‘তিনি (টেলর সুইফট) কখনও কাস্টিং কিংবা সৃজনশীল সিদ্ধান্তে জড়িত ছিলেন না।’
বাল্ডোনির মতে, ২০২৩ সালে দৃশ্যটির পুনর্লিখন নিয়ে উত্তেজনা ছিল, যেখানে তিনি রেনল্ডস এবং সুইফটকে উপস্থিত দেখে অবাক হয়েছিলেন।
বুধবার, ১৪ মে ২০২৫
২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত রোমান্টিক ড্রামা ফিল্ম ‘ইট অ্যান্ডস উইথ আস’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে নায়ক হিসেবে ছিলেন জাস্টিন বাল্ডোনি এবং তার বিপরীতে ছিলেন ‘গসিপ গার্ল’ খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলি। মুক্তির পর সিনেমাটি সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার আয় করে। তবে বিপত্তি বাধে চার মাস পর। একই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ করেন ব্লেইক। এরপর চলতি বছরের জানুয়ারিতে ব্লেইক লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন পরিচালক জাস্টিন বাল্ডোনি। এবার সেই মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্য সংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে। অভিযোগ, ‘ইট অ্যান্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা
চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উস্কানি দিয়েছিলেন টেলর। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফেটর নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন। তার প্রতিনিধিরা বিবিসিকে বলেছেন, ‘ট্যাবলয়েড ক্লিকবেইট’ তৈরির জন্য জাস্টিন বাল্ডোনি ও ব্লেইক লাইভলির মধ্যকার আইনি বিরোধে তাকে জড়ানো হয়েছে। আগামী বছরের মার্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। পরিচালক বলছেন, ২০২৩ সালে স্ক্রিপ্ট পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য তাকে লাইভলির নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানান হয়েছিল, যেখানে লাইভলির স্বামী অভিনেতা ও প্রযোজক রায়ান রেনল্ডস এবং টেলর সুইফট উপস্থিত ছিলেন। তবে সুইফটের প্রতিনিধিরা বলেছেন, ‘তিনি (টেলর সুইফট) কখনও কাস্টিং কিংবা সৃজনশীল সিদ্ধান্তে জড়িত ছিলেন না।’
বাল্ডোনির মতে, ২০২৩ সালে দৃশ্যটির পুনর্লিখন নিয়ে উত্তেজনা ছিল, যেখানে তিনি রেনল্ডস এবং সুইফটকে উপস্থিত দেখে অবাক হয়েছিলেন।