দেশের কোনো ক্রান্তিকাল অথবা রাজনৈতিক সমস্যায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের ‘নীরব থাকার’ চর্চার সমালোচনা করেছেন দেশটির বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতার। তিনি বলেছেন, ভারতীয় চলচ্চিত্র জগতের মানুষজন সরকারের সমালোচনা করতে ‘ভয় পান’। ‘কারণ তাদের বক্তব্য বা সামলোচনার জের ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।’ পিল সিব্বালের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে জাভেদ এ কথা বলেছেন বলে লিখেছে এনডিটিভি। এই প্রসঙ্গে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সাহসিকতার প্রশংসা করেছেন জাভেদ। তিনি বলেন, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী কথা বলেছিলেন। তার পরেও তার বাড়িতে আয়কর দপ্তর হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা আমাদের
দেশে সত্যিই রয়েছে কি না সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনা-চিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআইয়ের ভয়ও থাকবে।’ ২০১৭ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা নিতে গিয়ে মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। মনের মধ্যে ভয়ভীতি বাসা বাঁধলে কেউই আর সাহস দেখাতে পারে না বলে মন্তব্য করেছেন জাভেদ। ‘সবাই ভয় পায় যদি পুরনো নথিপত্র খতিয়ে দেখা হয়, তদন্ত শুরু হয়।’ জাভেদের কথায়, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন জাভেদ। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সেখানে অবশ্যই ‘সমস্যা রয়েছে’ বলে মনে করেন এই গীতিকার।
বুধবার, ১৪ মে ২০২৫
দেশের কোনো ক্রান্তিকাল অথবা রাজনৈতিক সমস্যায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের ‘নীরব থাকার’ চর্চার সমালোচনা করেছেন দেশটির বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতার। তিনি বলেছেন, ভারতীয় চলচ্চিত্র জগতের মানুষজন সরকারের সমালোচনা করতে ‘ভয় পান’। ‘কারণ তাদের বক্তব্য বা সামলোচনার জের ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।’ পিল সিব্বালের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে জাভেদ এ কথা বলেছেন বলে লিখেছে এনডিটিভি। এই প্রসঙ্গে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সাহসিকতার প্রশংসা করেছেন জাভেদ। তিনি বলেন, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী কথা বলেছিলেন। তার পরেও তার বাড়িতে আয়কর দপ্তর হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা আমাদের
দেশে সত্যিই রয়েছে কি না সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনা-চিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআইয়ের ভয়ও থাকবে।’ ২০১৭ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা নিতে গিয়ে মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। মনের মধ্যে ভয়ভীতি বাসা বাঁধলে কেউই আর সাহস দেখাতে পারে না বলে মন্তব্য করেছেন জাভেদ। ‘সবাই ভয় পায় যদি পুরনো নথিপত্র খতিয়ে দেখা হয়, তদন্ত শুরু হয়।’ জাভেদের কথায়, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন জাভেদ। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সেখানে অবশ্যই ‘সমস্যা রয়েছে’ বলে মনে করেন এই গীতিকার।