আট বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘ভালোবাসাসমগ্র’ নামের অ্যালবামটিতে রয়েছে নতুন ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি। জানা গেছে, এখন থেকে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামের গানগুলো শোনা যাবে। এরই মধ্যে প্রথম গান ‘দামী’র ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। শিগগিরই আরও দুটি গানের ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ অ্যালবামের অন্য একটি বিশেষ দিকও রয়েছে। এটি ব্যান্ডের বর্তমান চার সদস্য প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্রর জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম। ‘ওরা খুবই খুশি।
ওদের আনন্দ আমাদেরও আনন্দ দেয়,’ বলেন সুমি। চিরকুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘চিরকুটনামা’, ‘যাদুর শহর’ ও ‘উধাও’। ‘কানামাছি’, ‘দুনিয়া’, ‘ঢাকার সান্নিধ্যে’, ‘এই শহর আমার’, ‘আহা রে জীবন’, ‘জাদুর শহর’ ইত্যাদি গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেও প্রশংসা কুড়িয়েছে চিরকুট। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমার গান ‘না বুঝি দুনিয়া’ বিশেষভাবে আলোচিত হয়েছিল।
শুক্রবার, ১৬ মে ২০২৫
আট বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘ভালোবাসাসমগ্র’ নামের অ্যালবামটিতে রয়েছে নতুন ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি। জানা গেছে, এখন থেকে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামের গানগুলো শোনা যাবে। এরই মধ্যে প্রথম গান ‘দামী’র ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। শিগগিরই আরও দুটি গানের ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ অ্যালবামের অন্য একটি বিশেষ দিকও রয়েছে। এটি ব্যান্ডের বর্তমান চার সদস্য প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্রর জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম। ‘ওরা খুবই খুশি।
ওদের আনন্দ আমাদেরও আনন্দ দেয়,’ বলেন সুমি। চিরকুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘চিরকুটনামা’, ‘যাদুর শহর’ ও ‘উধাও’। ‘কানামাছি’, ‘দুনিয়া’, ‘ঢাকার সান্নিধ্যে’, ‘এই শহর আমার’, ‘আহা রে জীবন’, ‘জাদুর শহর’ ইত্যাদি গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেও প্রশংসা কুড়িয়েছে চিরকুট। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমার গান ‘না বুঝি দুনিয়া’ বিশেষভাবে আলোচিত হয়েছিল।