বাংলাদেশের প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় নিজেও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তার সময়কালে তিনি ভীষণ জনপ্রিয় উপস্থাপিকাও ছিলেন। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করার পর জোহরা গাজী গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে ইতোপূর্বে ‘আগুনের সাথে বসবাস’ শিরোনামের একটি বই প্রকাশ করে। বইটির অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এর দ্বিতীয় খণ্ড ‘আগুনের সাথে বসবাস ২’ প্রকাশের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন,‘ আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেকের পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বইটির দ্বিতীয় খণ্ডের জন্য বারবার জিজ্ঞেস করেছিলেন যে দ্বিতীয় খণ্ডটি কবে আসবে। তাদের জন্যই মূলত দ্রুত দ্বিতীয় খণ্ডের প্রকাশের ব্যবস্থা করা হলো। আশা করছি প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ড টিও বেশি সাড়া ফেলবে। হয়তো বা দ্বিতীয় খণ্ডে প্রকাশের পর তৃতীয় খণ্ডের জন্যও তখন অপেক্ষা আরো বেড়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আমার বিশ্বাস দ্বিতীয় খণ্ড ও সবার ভালোলাগবে। আম্মুর লেখা পড়ে আমিও পাঠকের কাছ থেকে সাড়া পেয়েছি।’ দিঠি জানান আগামী ২০ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওতে একটি কফিশপে জোহরা গাজীর ‘আগুনের সাথে বসবাস ২’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৭ মে ২০২৫
বাংলাদেশের প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় নিজেও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তার সময়কালে তিনি ভীষণ জনপ্রিয় উপস্থাপিকাও ছিলেন। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করার পর জোহরা গাজী গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে ইতোপূর্বে ‘আগুনের সাথে বসবাস’ শিরোনামের একটি বই প্রকাশ করে। বইটির অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এর দ্বিতীয় খণ্ড ‘আগুনের সাথে বসবাস ২’ প্রকাশের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন,‘ আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেকের পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বইটির দ্বিতীয় খণ্ডের জন্য বারবার জিজ্ঞেস করেছিলেন যে দ্বিতীয় খণ্ডটি কবে আসবে। তাদের জন্যই মূলত দ্রুত দ্বিতীয় খণ্ডের প্রকাশের ব্যবস্থা করা হলো। আশা করছি প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ড টিও বেশি সাড়া ফেলবে। হয়তো বা দ্বিতীয় খণ্ডে প্রকাশের পর তৃতীয় খণ্ডের জন্যও তখন অপেক্ষা আরো বেড়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আমার বিশ্বাস দ্বিতীয় খণ্ড ও সবার ভালোলাগবে। আম্মুর লেখা পড়ে আমিও পাঠকের কাছ থেকে সাড়া পেয়েছি।’ দিঠি জানান আগামী ২০ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওতে একটি কফিশপে জোহরা গাজীর ‘আগুনের সাথে বসবাস ২’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।