এই প্রজন্মের ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। একের পর এক নতুন নতুন ফোক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। শ্রম দিয়ে জুঁই তার নিজের ইউটিউব চ্যানেলটি দাঁড় করিয়েছেন। তবে মাঝে মাঝে তিনি তার নিজের চ্যানেলের বাইরেও পেশাগত কারণে গান করে থাকেন। ‘পিরিতের ঘর’ ঠিক তেমনি একটি গান। নতুন একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এতে জুঁইয়ের সহশিল্পী হিসেবেও আছেন আকাশ। জুঁইয়ের এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন। গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ‘পরিতের ঘর নামটি শুনলেই বুঝা যায় গানটির কথা কেমন হতে পারে। মূলত গানটির কথা আমার বেশি ভালো লেগেছে বিধায় গানটি করেছি আমি। সুরটাও এক কথায় মনকাড়া সুর। ভিডিওটাও ভীষণ যত্ন নিয়ে করা। সবমিলিয়ে পিরিতের ঘর গানটি সময়োপযোগী একটি চমৎকার গান। যে কারণে গানটি নিয়ে আমি খুব খুব আশাবাদী। আশা করছি গানটি সবারই বিশেষত যারা ফোক গানপ্রেমী তাদের কাছে গানটা ভালোলাগবে।’ কিছুদিন আগেই জুঁইয়ের কন্ঠে প্রকাশ পেয়েছে ‘ভালোবাসা এমন কেনো’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
সোমবার, ১৯ মে ২০২৫
এই প্রজন্মের ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। একের পর এক নতুন নতুন ফোক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। শ্রম দিয়ে জুঁই তার নিজের ইউটিউব চ্যানেলটি দাঁড় করিয়েছেন। তবে মাঝে মাঝে তিনি তার নিজের চ্যানেলের বাইরেও পেশাগত কারণে গান করে থাকেন। ‘পিরিতের ঘর’ ঠিক তেমনি একটি গান। নতুন একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এতে জুঁইয়ের সহশিল্পী হিসেবেও আছেন আকাশ। জুঁইয়ের এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন। গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ‘পরিতের ঘর নামটি শুনলেই বুঝা যায় গানটির কথা কেমন হতে পারে। মূলত গানটির কথা আমার বেশি ভালো লেগেছে বিধায় গানটি করেছি আমি। সুরটাও এক কথায় মনকাড়া সুর। ভিডিওটাও ভীষণ যত্ন নিয়ে করা। সবমিলিয়ে পিরিতের ঘর গানটি সময়োপযোগী একটি চমৎকার গান। যে কারণে গানটি নিয়ে আমি খুব খুব আশাবাদী। আশা করছি গানটি সবারই বিশেষত যারা ফোক গানপ্রেমী তাদের কাছে গানটা ভালোলাগবে।’ কিছুদিন আগেই জুঁইয়ের কন্ঠে প্রকাশ পেয়েছে ‘ভালোবাসা এমন কেনো’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।