আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সোমবার রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে আনছেন নোবেল। ওই তরুণী পরে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণীকে মারধর করে হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও নোবেলকে থামানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য, মাদকাসক্তি, স্ত্রীকে নির্যাতন এবং প্রতিশ্রুতি দিয়ে গান না গাওয়া—এসব ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৩ সালের ১৯ মে মতিঝিল থানায় এক ব্যক্তি নোবেলের বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়ে গান না গাওয়ার অভিযোগে মামলা করেন। পরদিন তাকে গ্রেপ্তার করে এক দিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিন পান।
২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করেন নোবেল। তবে সময়ের সাথে সাথে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে মঞ্চে অসংলগ্ন আচরণ করায় দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন কনসার্ট ও মিডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত দিলেও, নতুন মামলায় আবারও তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হলো।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সোমবার রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে আনছেন নোবেল। ওই তরুণী পরে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণীকে মারধর করে হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও নোবেলকে থামানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য, মাদকাসক্তি, স্ত্রীকে নির্যাতন এবং প্রতিশ্রুতি দিয়ে গান না গাওয়া—এসব ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৩ সালের ১৯ মে মতিঝিল থানায় এক ব্যক্তি নোবেলের বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়ে গান না গাওয়ার অভিযোগে মামলা করেন। পরদিন তাকে গ্রেপ্তার করে এক দিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিন পান।
২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করেন নোবেল। তবে সময়ের সাথে সাথে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে মঞ্চে অসংলগ্ন আচরণ করায় দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন কনসার্ট ও মিডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত দিলেও, নতুন মামলায় আবারও তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হলো।