এবার কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন গাইবেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়। যতক্ষণ প্রাণ ততক্ষণ গান এই কথাটি তার সঙ্গে যায়। শারীরিক অসুস্থতা তাকে কাবু করতে পারে না। নিজের সাধ্যমত গান গেয়ে যাচ্ছেন তিনি। বিটিভির একটি সূত্রমতে, আগামী ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। বলা প্রয়োজন, প্রতি ঈদেই বিটিভির অন্যতম চমক থাকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দেশের বিভিন্ন তারকাদের অংশগ্রহণে এটি হয়ে ওঠে জমজমাট। এবারের ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীনের পাশাপাশি থাকছেন আরও অনেক তারকাশিল্পী। তাদের অংশগ্রহণে থাকছে নাচ, চমৎকার কিছু স্কিডসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া থাকবে ব্যান্ড মাইলসের পরিবেশনা। জানা গেছে, চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন, রাতে। এ বিষয়ে মামুন মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমীন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।’ বলা প্রয়োজন, অসুস্থতার কারণে টানা এক বছর গান থেকে বিরত ছিলেন সাবিনা ইয়াসমীন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্যমে তিনি আবার ফিরে আসেন গানে। তবে সেই অনুষ্ঠানে গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর বেশ কিছুদিন অবসরে ছিলেন তিনি। তবে অসুস্থতা কাটিয়ে কানাডার টরন্টো প্যাভিলিয়নে গত ১৭ মে ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গান গেয়েছেন এই কিংবদন্তি। সেখানে তাকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
এবার কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন গাইবেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়। যতক্ষণ প্রাণ ততক্ষণ গান এই কথাটি তার সঙ্গে যায়। শারীরিক অসুস্থতা তাকে কাবু করতে পারে না। নিজের সাধ্যমত গান গেয়ে যাচ্ছেন তিনি। বিটিভির একটি সূত্রমতে, আগামী ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। বলা প্রয়োজন, প্রতি ঈদেই বিটিভির অন্যতম চমক থাকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দেশের বিভিন্ন তারকাদের অংশগ্রহণে এটি হয়ে ওঠে জমজমাট। এবারের ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীনের পাশাপাশি থাকছেন আরও অনেক তারকাশিল্পী। তাদের অংশগ্রহণে থাকছে নাচ, চমৎকার কিছু স্কিডসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া থাকবে ব্যান্ড মাইলসের পরিবেশনা। জানা গেছে, চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন, রাতে। এ বিষয়ে মামুন মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমীন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।’ বলা প্রয়োজন, অসুস্থতার কারণে টানা এক বছর গান থেকে বিরত ছিলেন সাবিনা ইয়াসমীন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্যমে তিনি আবার ফিরে আসেন গানে। তবে সেই অনুষ্ঠানে গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর বেশ কিছুদিন অবসরে ছিলেন তিনি। তবে অসুস্থতা কাটিয়ে কানাডার টরন্টো প্যাভিলিয়নে গত ১৭ মে ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গান গেয়েছেন এই কিংবদন্তি। সেখানে তাকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা।