চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন। এসব তারকা ও কলাকুশলীর মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনে সরব অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তমা মির্জা, নাজিফা তুষিসহ অনেকেই। গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে কী লিখছেন তাঁরা?
জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রতিবাদে সোচ্চার এই অভিনেত্রী সহকর্মী নুসরাত ফারিয়া প্রসঙ্গে লিখেছেন, ‘দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। কেন? কেন, রাষ্ট্র? কী দোষে একজন শিল্পী আজ এইভাবে, জনগণ জানতে চায়? জানার অধিকার আমাদের আছে! আমরা বারবার কী উদাহরণ সৃষ্টি করছি?’
একজন অভিনেত্রীকে কেন খুনি বানানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন ‘দাগি’র নায়িকা তমা মির্জা। তিনি মনে করেন, এসব কারণেই এই দেশে শিল্পীরা সহজলভ্য। ফেসবুকে চিত্রনায়িকা লিখেছেন, ‘একজন অভিনেত্রীকে খুনি বলা এত সহজ? এ দেশে শিল্পীদের কদর নেই।’
‘হাওয়া’ অভিনেত্রী নাজিফা তুষির মতে, দেশের বৈষম্য দূর করার জন্যই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। ভেবেছিলেন, সাম্য প্রতিষ্ঠা পাবে। সেখানে হতাশা প্রকাশ করে নাজিফা লিখেছেন, ‘কোথায় সাম্য? মেধা আর সাম্যর কোনো কিছু কি আমাদের চোখে পড়ছে? এসব দেখেও এখনো আমরা না দেখার ভান করে থাকি। মনে হয়, কিছু না বলাই মনে হয় ভালো। যারা এখনো অকারণ চিৎকার করছে, সেটা যতই অন্যায় হোক, রাষ্ট্র মনে হয় সেটাই শুনছে।’
তুষি আরও লিখেছেন, ‘আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছি। কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে থাকে, তখন আমরা আবার নিরুপায় হয়ে পড়ি। আমি একজন অভিনেত্রী হয়ে আমার সহকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া বারবার অন্যায়ের বিরুদ্ধে আমার স্বর উচ্চ করে বলতে চাই, এই অন্যায় আমি মেনে নেব না। এই দমন বন্ধ করো, রাষ্ট্র।’
গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন। এসব তারকা ও কলাকুশলীর মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনে সরব অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তমা মির্জা, নাজিফা তুষিসহ অনেকেই। গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে কী লিখছেন তাঁরা?
জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রতিবাদে সোচ্চার এই অভিনেত্রী সহকর্মী নুসরাত ফারিয়া প্রসঙ্গে লিখেছেন, ‘দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। কেন? কেন, রাষ্ট্র? কী দোষে একজন শিল্পী আজ এইভাবে, জনগণ জানতে চায়? জানার অধিকার আমাদের আছে! আমরা বারবার কী উদাহরণ সৃষ্টি করছি?’
একজন অভিনেত্রীকে কেন খুনি বানানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন ‘দাগি’র নায়িকা তমা মির্জা। তিনি মনে করেন, এসব কারণেই এই দেশে শিল্পীরা সহজলভ্য। ফেসবুকে চিত্রনায়িকা লিখেছেন, ‘একজন অভিনেত্রীকে খুনি বলা এত সহজ? এ দেশে শিল্পীদের কদর নেই।’
‘হাওয়া’ অভিনেত্রী নাজিফা তুষির মতে, দেশের বৈষম্য দূর করার জন্যই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। ভেবেছিলেন, সাম্য প্রতিষ্ঠা পাবে। সেখানে হতাশা প্রকাশ করে নাজিফা লিখেছেন, ‘কোথায় সাম্য? মেধা আর সাম্যর কোনো কিছু কি আমাদের চোখে পড়ছে? এসব দেখেও এখনো আমরা না দেখার ভান করে থাকি। মনে হয়, কিছু না বলাই মনে হয় ভালো। যারা এখনো অকারণ চিৎকার করছে, সেটা যতই অন্যায় হোক, রাষ্ট্র মনে হয় সেটাই শুনছে।’
তুষি আরও লিখেছেন, ‘আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছি। কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে থাকে, তখন আমরা আবার নিরুপায় হয়ে পড়ি। আমি একজন অভিনেত্রী হয়ে আমার সহকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া বারবার অন্যায়ের বিরুদ্ধে আমার স্বর উচ্চ করে বলতে চাই, এই অন্যায় আমি মেনে নেব না। এই দমন বন্ধ করো, রাষ্ট্র।’
গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।