বলিউডের ভাইজান সালমান খান। একটা সময় ছিল, সালমান খানের ছবি মানেই হাউসফুল থিয়েটার, ঈদের উৎসব হয়ে যেত যেন সিনেমা হলজুড়ে। কিন্তু গত কবছরে সময়টা তেমন সহজ যায়নি তার জন্য। কিন্তু এবার তিনি ফিরছেন এমন এক চরিত্র নিয়ে, যা শুধু বক্স অফিসে নয়, মানুষের হৃদয়েও আগুন জ্বালাবে। ভারতীয় এক বাস্তব বীর সেনানায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবির কেন্দ্রে রয়েছেন কর্নেল বি. সন্তোষ বাবু ভারত-চীন গালওয়ান সংঘর্ষে ২০২০ সালে শহীদ হওয়া এক অকুতোভয় সৈনিক। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনো অফিসার শহীদ হন, যার প্রেক্ষাপটে এই সিনেমা। সালমান খান এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব শুনেই রাজি হন। এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এই যুদ্ধপ্রসূত বীরত্বগাথার নামও হবে সম্মানের প্রতীক। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যাকশন থ্রিলারে অভিজ্ঞ অপূর্ব লাখিয়া শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা ও মিশন ইস্তানবুল খ্যাত পরিচালক। প্রথমবারের মতো সালমান ও অপূর্ব জুটি বাঁধছেন এই প্রজেক্টে। স্ক্রিপ্ট লিখেছেন সুরেশ নায়ার। তার সঙ্গে যোগ হয়েছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ।
এই সিনেমার মূল উপাদান এসেছে ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩ বইটির প্রথম অধ্যায় থেকে। শিব অরুর ও রাহুল সিংহের লেখা বইটি ভারতের সেনাবাহিনীর সাহসিকতার ওপর নির্মিত এবং সেই অধ্যায়টি শিরোনাম ‘ও ঐধফ ঘবাবৎ ঝববহ ঝঁপয ঋরবৎপব ঋরমযঃরহম : ঞযব এধষধিহ ঈষধংয ড়ভ ঔঁহব ২০২০’। পরিচালক লাখিয়া এর স্বত্ব কিনে নিয়েছেন। অর্থাৎ সিনেমাটি শুধু কাল্পনিক বিনোদন নয়, বাস্তব ঘটনার ওপর নির্মিত একটি শক্তিশালী ঐতিহাসিক দলিল হতে চলেছে। জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে শুরু হবে শুটিং। ২০২৬ সালের প্রথম ভাগেই বড়পর্দায় আসবে এই ছবি।
বুধবার, ২১ মে ২০২৫
বলিউডের ভাইজান সালমান খান। একটা সময় ছিল, সালমান খানের ছবি মানেই হাউসফুল থিয়েটার, ঈদের উৎসব হয়ে যেত যেন সিনেমা হলজুড়ে। কিন্তু গত কবছরে সময়টা তেমন সহজ যায়নি তার জন্য। কিন্তু এবার তিনি ফিরছেন এমন এক চরিত্র নিয়ে, যা শুধু বক্স অফিসে নয়, মানুষের হৃদয়েও আগুন জ্বালাবে। ভারতীয় এক বাস্তব বীর সেনানায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবির কেন্দ্রে রয়েছেন কর্নেল বি. সন্তোষ বাবু ভারত-চীন গালওয়ান সংঘর্ষে ২০২০ সালে শহীদ হওয়া এক অকুতোভয় সৈনিক। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনো অফিসার শহীদ হন, যার প্রেক্ষাপটে এই সিনেমা। সালমান খান এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব শুনেই রাজি হন। এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এই যুদ্ধপ্রসূত বীরত্বগাথার নামও হবে সম্মানের প্রতীক। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যাকশন থ্রিলারে অভিজ্ঞ অপূর্ব লাখিয়া শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা ও মিশন ইস্তানবুল খ্যাত পরিচালক। প্রথমবারের মতো সালমান ও অপূর্ব জুটি বাঁধছেন এই প্রজেক্টে। স্ক্রিপ্ট লিখেছেন সুরেশ নায়ার। তার সঙ্গে যোগ হয়েছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ।
এই সিনেমার মূল উপাদান এসেছে ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩ বইটির প্রথম অধ্যায় থেকে। শিব অরুর ও রাহুল সিংহের লেখা বইটি ভারতের সেনাবাহিনীর সাহসিকতার ওপর নির্মিত এবং সেই অধ্যায়টি শিরোনাম ‘ও ঐধফ ঘবাবৎ ঝববহ ঝঁপয ঋরবৎপব ঋরমযঃরহম : ঞযব এধষধিহ ঈষধংয ড়ভ ঔঁহব ২০২০’। পরিচালক লাখিয়া এর স্বত্ব কিনে নিয়েছেন। অর্থাৎ সিনেমাটি শুধু কাল্পনিক বিনোদন নয়, বাস্তব ঘটনার ওপর নির্মিত একটি শক্তিশালী ঐতিহাসিক দলিল হতে চলেছে। জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে শুরু হবে শুটিং। ২০২৬ সালের প্রথম ভাগেই বড়পর্দায় আসবে এই ছবি।