চিরকুট ব্যান্ড দিয়ে পরিচিতি পান ইমন চৌধুরী। দেশ-বিদেশে তিনি স্টেজ শো করেছেন। ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চিরকুট ছাড়ার ঘোষণা আসে ইমন চৌধুরীর। তারও আগে থেকে অবশ্য চিরকুট ব্যান্ডে অনিয়মিত ছিলেন ইমন চৌধুরী। ব্যান্ড চিরকুট থেকে সরে আসার পর এক বছরের বেশি সময় ধরে ইমন চৌধুরী তার সমমনা বন্ধুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। এ বছরে শুরু দিকে আত্মপ্রকাশ করেন ‘বেঙ্গল সিম্ফনি’ ব্যান্ডদল। দেশ-বিদেশে গান করে যাচ্ছেন দলটি। প্রথমবার ঈদুল আজহার উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ঈদের ব্যান্ড আয়োজনে থাকছে ‘বেঙ্গল সিম্ফনি’র পারফর্ম। তাদের নিজেরে ব্যান্ডদলের গানের পাশাপাশি পরিচিত অনেক গান পরিবেশন করবেন। জানা গেছে, বেঙ্গল সিম্ফনি ২০ জনের একটি দলের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময়ে এই সদস্যসংখ্যা কমবেশি হবে।
ব্যান্ডের পাশাপাশি ইমন চৌধুরী সিনেমার গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন। তার সংগীত পরিচালনায় এখন পর্যন্ত প্রকাশ পাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’, ‘ধীরে ধীরে’, ‘ঘোমটা তুলে বদন খুলে’, ‘ট্যাকা পাখি’, ‘জীবন রোড’, ‘তোর সাথে নামলাম রে পথে’, ‘চোখ গেল পাখি’ গানগুলোও মানুষের হৃদয় ছুঁয়েছে।
শুক্রবার, ২৩ মে ২০২৫
চিরকুট ব্যান্ড দিয়ে পরিচিতি পান ইমন চৌধুরী। দেশ-বিদেশে তিনি স্টেজ শো করেছেন। ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চিরকুট ছাড়ার ঘোষণা আসে ইমন চৌধুরীর। তারও আগে থেকে অবশ্য চিরকুট ব্যান্ডে অনিয়মিত ছিলেন ইমন চৌধুরী। ব্যান্ড চিরকুট থেকে সরে আসার পর এক বছরের বেশি সময় ধরে ইমন চৌধুরী তার সমমনা বন্ধুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। এ বছরে শুরু দিকে আত্মপ্রকাশ করেন ‘বেঙ্গল সিম্ফনি’ ব্যান্ডদল। দেশ-বিদেশে গান করে যাচ্ছেন দলটি। প্রথমবার ঈদুল আজহার উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ঈদের ব্যান্ড আয়োজনে থাকছে ‘বেঙ্গল সিম্ফনি’র পারফর্ম। তাদের নিজেরে ব্যান্ডদলের গানের পাশাপাশি পরিচিত অনেক গান পরিবেশন করবেন। জানা গেছে, বেঙ্গল সিম্ফনি ২০ জনের একটি দলের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময়ে এই সদস্যসংখ্যা কমবেশি হবে।
ব্যান্ডের পাশাপাশি ইমন চৌধুরী সিনেমার গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন। তার সংগীত পরিচালনায় এখন পর্যন্ত প্রকাশ পাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’, ‘ধীরে ধীরে’, ‘ঘোমটা তুলে বদন খুলে’, ‘ট্যাকা পাখি’, ‘জীবন রোড’, ‘তোর সাথে নামলাম রে পথে’, ‘চোখ গেল পাখি’ গানগুলোও মানুষের হৃদয় ছুঁয়েছে।