বিনোদনপ্রেমীদের নজর ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে। গত ১৩ মে শুরু হওয়া উৎসবের ৭৮তম আসরের পর্দা নামল। স্থানীয় সময় গত ২৪ মে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় সমাপনী আসর। সঞ্চালনায় ছিলেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ। এদিকে আদনান আল রাজীবের ‘আলী’ কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিয়ে এবং বিশেষ জুরি পুরস্কার অর্জন করে ইতোমধ্যেই বাংলাদেশের ইতিহাসের গড়ে ফেলছে। গত ২৩ মে ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। কান চলচ্চিত্র উৎসব শনিবার সন্ধ্যায় ফ্রান্সে এক অনুষ্ঠানে তাদের বার্ষিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করছে। ব্রাজিলিয়ান নাটক ‘দ্য সিক্রেট এজেন্ট’ এ অভিনয়ের জন্য ওয়াগনার মৌরা সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। বি গানের ২০ ঘণ্টা ৪০ মিনিটের ফ্যান্টাসিয়া ‘পুনরুত্থান’ একটি বিশেষ পুরস্কার পেয়েছে। উৎসবের যেকোনো বিভাগের সেরা প্রথম চলচ্চিত্র হিসেবে ‘ক্যামেরা ডি’অর’ পুরস্কারটি জিতেছে হাসান হাদি, যা কানে পুরস্কার জেতার প্রথম ইরাকি চলচ্চিত্র।
ছবিটি এর আগে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে দর্শকদের পুরস্কার জিতেছিল। উৎসব চলাকালীন দুটি সম্মানসূচক পাম ডি’অর প্রদান করা হয় : প্রথমটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রবার্ট ডি নিরোকে প্রদান করা হয় এবং দ্বিতীয়টি হাইস্ট ২ লোয়েস্টের বিশ্ব প্রিমিয়ারের আগে ডেনজেল ওয়াশিংটনকে সংক্ষিপ্ত নোটিসে প্রদান করা হয়। এ ছাড়া ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ নাটকের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’অর জিতেছেন। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বে একটি জুরি দ্বারা বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। অন্য জুরিদের মধ্যে ছিলেন আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি এবং জেরেমি স্ট্রং, ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, ইতালীয় অভিনেত্রী আলবা রোহরওয়াচার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোলি পরিচালক ডিউডো হামাদি, কোরিয়ান পরিচালক হং সাংসু এবং মেক্সিকান পরিচালক কার্লোস রেগাদাস।
রোববার, ২৫ মে ২০২৫
বিনোদনপ্রেমীদের নজর ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে। গত ১৩ মে শুরু হওয়া উৎসবের ৭৮তম আসরের পর্দা নামল। স্থানীয় সময় গত ২৪ মে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় সমাপনী আসর। সঞ্চালনায় ছিলেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ। এদিকে আদনান আল রাজীবের ‘আলী’ কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিয়ে এবং বিশেষ জুরি পুরস্কার অর্জন করে ইতোমধ্যেই বাংলাদেশের ইতিহাসের গড়ে ফেলছে। গত ২৩ মে ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। কান চলচ্চিত্র উৎসব শনিবার সন্ধ্যায় ফ্রান্সে এক অনুষ্ঠানে তাদের বার্ষিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করছে। ব্রাজিলিয়ান নাটক ‘দ্য সিক্রেট এজেন্ট’ এ অভিনয়ের জন্য ওয়াগনার মৌরা সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। বি গানের ২০ ঘণ্টা ৪০ মিনিটের ফ্যান্টাসিয়া ‘পুনরুত্থান’ একটি বিশেষ পুরস্কার পেয়েছে। উৎসবের যেকোনো বিভাগের সেরা প্রথম চলচ্চিত্র হিসেবে ‘ক্যামেরা ডি’অর’ পুরস্কারটি জিতেছে হাসান হাদি, যা কানে পুরস্কার জেতার প্রথম ইরাকি চলচ্চিত্র।
ছবিটি এর আগে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে দর্শকদের পুরস্কার জিতেছিল। উৎসব চলাকালীন দুটি সম্মানসূচক পাম ডি’অর প্রদান করা হয় : প্রথমটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রবার্ট ডি নিরোকে প্রদান করা হয় এবং দ্বিতীয়টি হাইস্ট ২ লোয়েস্টের বিশ্ব প্রিমিয়ারের আগে ডেনজেল ওয়াশিংটনকে সংক্ষিপ্ত নোটিসে প্রদান করা হয়। এ ছাড়া ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ নাটকের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’অর জিতেছেন। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বে একটি জুরি দ্বারা বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। অন্য জুরিদের মধ্যে ছিলেন আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি এবং জেরেমি স্ট্রং, ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, ইতালীয় অভিনেত্রী আলবা রোহরওয়াচার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোলি পরিচালক ডিউডো হামাদি, কোরিয়ান পরিচালক হং সাংসু এবং মেক্সিকান পরিচালক কার্লোস রেগাদাস।