কলকাতার মঞ্চে এবার পা রাখছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে থাকছেন তারই কন্যা হিবা শাহ। কলকাতার অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও পরিচালক কৌশিক সেন মঞ্চে নিয়ে আসছেন সালমান রুশদীর লেখা স্মৃতি কথা ‘নাইফ : মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পেড মার্ডার’ অবলম্বনে লেখা নাটক ‘টোয়েন্টি নাইন সেকেন্ডস’। এ নাটকটিতেই দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। তিনি অভিনয় করবেন সালমান রুশদীর চরিত্রে। ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেয়ার মুহূর্তে এক দুর্বৃত্তের ছুরির আঘাতে গুরুতর জখম হন। হারান এক চোখের দৃষ্টিশক্তি। এ ঘটনা নিয়ে রুশদীর লেখা বইয়ের নাট্যরূপ দিয়েছেন কৌশিক সেন। নাটকটি মঞ্চস্থ করবে কৌশিকের নাটকের দল ‘সপ্ত সন্ধানী’। ইংরেজি নাটকটি মঞ্চস্থ হবে কলকাতা ও মুম্বাইয়ের মঞ্চে। ইতোমধ্যে এই দুই শহরে নাটকের মহড়াও শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা। এটি প্রযোজনা করছে কেসিসি।
নাসিরুদ্দিন শাহ, হিবা শাহ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রেশমি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নাটকে সালমান রুশদীর ওপর যে ব্যক্তি ছুরির আঘাত করেছিলেন, তার চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেন। বড় পর্দা ও টেলিভিশনে নাসিরুদ্দিন শাহর সঙ্গে কৌশিক সেন কাজ করলেও এই প্রথম নাটকে কাজ করবেন। নাটকের সংগীত পরিচালক হিসেবে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
বুধবার, ২৮ মে ২০২৫
কলকাতার মঞ্চে এবার পা রাখছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে থাকছেন তারই কন্যা হিবা শাহ। কলকাতার অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও পরিচালক কৌশিক সেন মঞ্চে নিয়ে আসছেন সালমান রুশদীর লেখা স্মৃতি কথা ‘নাইফ : মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পেড মার্ডার’ অবলম্বনে লেখা নাটক ‘টোয়েন্টি নাইন সেকেন্ডস’। এ নাটকটিতেই দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। তিনি অভিনয় করবেন সালমান রুশদীর চরিত্রে। ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেয়ার মুহূর্তে এক দুর্বৃত্তের ছুরির আঘাতে গুরুতর জখম হন। হারান এক চোখের দৃষ্টিশক্তি। এ ঘটনা নিয়ে রুশদীর লেখা বইয়ের নাট্যরূপ দিয়েছেন কৌশিক সেন। নাটকটি মঞ্চস্থ করবে কৌশিকের নাটকের দল ‘সপ্ত সন্ধানী’। ইংরেজি নাটকটি মঞ্চস্থ হবে কলকাতা ও মুম্বাইয়ের মঞ্চে। ইতোমধ্যে এই দুই শহরে নাটকের মহড়াও শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা। এটি প্রযোজনা করছে কেসিসি।
নাসিরুদ্দিন শাহ, হিবা শাহ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রেশমি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নাটকে সালমান রুশদীর ওপর যে ব্যক্তি ছুরির আঘাত করেছিলেন, তার চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেন। বড় পর্দা ও টেলিভিশনে নাসিরুদ্দিন শাহর সঙ্গে কৌশিক সেন কাজ করলেও এই প্রথম নাটকে কাজ করবেন। নাটকের সংগীত পরিচালক হিসেবে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।