কয়েক বছর আগে সামছুল হুদার নির্দেশনায় একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি দারুণ সাড়া পান বলে এরপর বহু মিউজিক ভিডিওতে একের পর এক কাজ করতে থাকেন। এক সময় নাটকেও অভিনয় শুরু করেন শাকিলা পারভীন। একজন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সাড়া পেতে শুরু করেন। এরপর শাকিলা বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ শুরু করেন। এই মাধ্যমেও তিনি সফল। শাকিলা পারভীন ‘নগদ’, ‘শরীফ মেলামাইন’, ‘প্যারাসুট’, ‘আনোয়ার সিমেন্ট’, ‘ওপপো’, ‘ইয়ামাহা বাইক’সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এবার সামছুল হুদার নির্দেশনায় ট্রাভেল এজেন্সি ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত ২৯ জুন এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন শাকিলা পারভীন। শাকিলা পারভীন বলেন, ‘এর আগে সামছু ভাইয়ের নির্দেশনায় একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। এবার বিজ্ঞাপনে কাজ করেছি। সামছু ভীষণ শান্ত কিন্তু নিখুঁত এবং মেধাবী। তার পুরো ইউনিটটা এত গুছানো, পরিপাটি যে কাজের পরিবেশটাই পুরোটা সময় থাকে অনুকূলে। তার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করে খুব ভালো লাগল। আশা করছি প্রচারে এলে ভীষণ ভালো লাগবে।’
বুধবার, ০২ জুলাই ২০২৫
কয়েক বছর আগে সামছুল হুদার নির্দেশনায় একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি দারুণ সাড়া পান বলে এরপর বহু মিউজিক ভিডিওতে একের পর এক কাজ করতে থাকেন। এক সময় নাটকেও অভিনয় শুরু করেন শাকিলা পারভীন। একজন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সাড়া পেতে শুরু করেন। এরপর শাকিলা বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ শুরু করেন। এই মাধ্যমেও তিনি সফল। শাকিলা পারভীন ‘নগদ’, ‘শরীফ মেলামাইন’, ‘প্যারাসুট’, ‘আনোয়ার সিমেন্ট’, ‘ওপপো’, ‘ইয়ামাহা বাইক’সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এবার সামছুল হুদার নির্দেশনায় ট্রাভেল এজেন্সি ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত ২৯ জুন এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন শাকিলা পারভীন। শাকিলা পারভীন বলেন, ‘এর আগে সামছু ভাইয়ের নির্দেশনায় একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। এবার বিজ্ঞাপনে কাজ করেছি। সামছু ভীষণ শান্ত কিন্তু নিখুঁত এবং মেধাবী। তার পুরো ইউনিটটা এত গুছানো, পরিপাটি যে কাজের পরিবেশটাই পুরোটা সময় থাকে অনুকূলে। তার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করে খুব ভালো লাগল। আশা করছি প্রচারে এলে ভীষণ ভালো লাগবে।’