গত বছরের শুরুতেই কয়েকটি শোতে পারফর্ম করার জন্য আমেরিকা গিয়েছিলেন চিত্রনায়িকা শাহনূর। এরপর আর দেশে ফেরা হয়নি তার। সেখানেই একের পর এক শোতে পারফর্ম করার পাশাপাশি বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি আয়োজিত নানা ধরনের অনুষ্ঠানে অতিথি হিসেবেও অংশগ্রহণ করছেন তিনি। এই মুহূর্তে দেশে আসার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। কারণ গত এক বছরেরও বেশি সময়ে আমেরিকাতেই নানা কাজে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। গত ২৯ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ ‘শিল্পকলা একাডেমি ইউএসএ’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনূর। শাহনূর বলেন, ‘আপাতত জীবনের প্রয়োজনে সময়কে মেনে নিয়ে আমেরিকাতেই আছি। এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এরই মধ্যে আমি যশোর জেলা অ্যাসোসিয়েশনের-নিউইয়র্ক শাখার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছি। আমি মনে করি এটা আমার জন্য অনেক অনেক সম্মানের বিষয়। কারণ আমিতো বৃহত্তর যশোরেরই সন্তান। যে কারণে এই পদটি পেয়ে আমি খুউব খুশি। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যশোর জেলা অ্যাসোসিয়েশনের জন্য আমি এখানে নিবেদিত হয়ে কাজ করবো। আর কয়েকদিন আগে শিল্পকলা একাডেমির আয়োজনে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। বেশ সম্মানীত বোধ করেছি আমি। সত্যি বলতে কী একজন শিল্পী সম্মানটাই বেশি আশা করে। জীবনে বহু সিনেমায় কাজ করেছি, নাটকেও কাজ করেছি। এমনও হয়েছে যে কাজ করার পরেও সম্মানীটা ঠিকঠাক মতো পাইনি। কেউ কেউ আর দেয়নিও। কিন্তু একজন শিল্পী হিসেবে আজীবন সম্মান পেয়ে গেছি আমি মনেকরি এটাই অনেক বড় প্রাপ্তি।’
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
গত বছরের শুরুতেই কয়েকটি শোতে পারফর্ম করার জন্য আমেরিকা গিয়েছিলেন চিত্রনায়িকা শাহনূর। এরপর আর দেশে ফেরা হয়নি তার। সেখানেই একের পর এক শোতে পারফর্ম করার পাশাপাশি বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি আয়োজিত নানা ধরনের অনুষ্ঠানে অতিথি হিসেবেও অংশগ্রহণ করছেন তিনি। এই মুহূর্তে দেশে আসার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। কারণ গত এক বছরেরও বেশি সময়ে আমেরিকাতেই নানা কাজে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। গত ২৯ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ ‘শিল্পকলা একাডেমি ইউএসএ’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনূর। শাহনূর বলেন, ‘আপাতত জীবনের প্রয়োজনে সময়কে মেনে নিয়ে আমেরিকাতেই আছি। এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এরই মধ্যে আমি যশোর জেলা অ্যাসোসিয়েশনের-নিউইয়র্ক শাখার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছি। আমি মনে করি এটা আমার জন্য অনেক অনেক সম্মানের বিষয়। কারণ আমিতো বৃহত্তর যশোরেরই সন্তান। যে কারণে এই পদটি পেয়ে আমি খুউব খুশি। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যশোর জেলা অ্যাসোসিয়েশনের জন্য আমি এখানে নিবেদিত হয়ে কাজ করবো। আর কয়েকদিন আগে শিল্পকলা একাডেমির আয়োজনে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। বেশ সম্মানীত বোধ করেছি আমি। সত্যি বলতে কী একজন শিল্পী সম্মানটাই বেশি আশা করে। জীবনে বহু সিনেমায় কাজ করেছি, নাটকেও কাজ করেছি। এমনও হয়েছে যে কাজ করার পরেও সম্মানীটা ঠিকঠাক মতো পাইনি। কেউ কেউ আর দেয়নিও। কিন্তু একজন শিল্পী হিসেবে আজীবন সম্মান পেয়ে গেছি আমি মনেকরি এটাই অনেক বড় প্রাপ্তি।’