এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাবলী। স্টেজ শোতেই তার ব্যস্ততা বেশি। বতমানে মৌলিক গান করছেন তিনি। এরই মধ্যে মাহতিম শাকিবের সঙ্গে একটি দ্বৈত গানও করেছেন তিনি। যে গানটির মিউজিক ভিডিওর কাজ শিগগিরই সম্পন্ন করবেন বাবলী, এমনটাই জানালেন। এছাড়া আরো দুটো মৌলিক গান তার প্রস্তুত। পাশাপাশি তিনটা কাভার সংও করছেন তিনি। যার মধ্যে ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটিও রয়েছে। সবগুলো গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন শুধু মিউজিক ভিডিওর কাজ বাকি। বাবলী জানান, মিউজিক ভিডিওর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আর দেরি করবেন না তিনি। বহুদিন হলো নতুন গান প্রকাশ্যে নেই তার। তাই নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে হাজির হতে চান তিনি। মাহতিম শাকিবের সঙ্গে গানটির সুর-সংগীত করেছেন এপি শুভ। বাবলীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন ও সুর করেছেন অনিক রায়হান। বাবলী বলেন, ‘আমার বাবা গানের একজন ওস্তাদ। তার কারণেই গানের ভুবনে আমার যাত্রা শুরু। একটু একটু করে গানকেই জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছি। এখন গানই আমার পেশা, গানই আমার ধ্যান জ্ঞান। মাহতিম শাকিবের সঙ্গে দ্বৈত গানটি দ্রুতই প্রকাশ পাবে। এছাড়া বাকী গানগুলোও একটার পর একটা প্রকাশ পাবে। আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে।’
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাবলী। স্টেজ শোতেই তার ব্যস্ততা বেশি। বতমানে মৌলিক গান করছেন তিনি। এরই মধ্যে মাহতিম শাকিবের সঙ্গে একটি দ্বৈত গানও করেছেন তিনি। যে গানটির মিউজিক ভিডিওর কাজ শিগগিরই সম্পন্ন করবেন বাবলী, এমনটাই জানালেন। এছাড়া আরো দুটো মৌলিক গান তার প্রস্তুত। পাশাপাশি তিনটা কাভার সংও করছেন তিনি। যার মধ্যে ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটিও রয়েছে। সবগুলো গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন শুধু মিউজিক ভিডিওর কাজ বাকি। বাবলী জানান, মিউজিক ভিডিওর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আর দেরি করবেন না তিনি। বহুদিন হলো নতুন গান প্রকাশ্যে নেই তার। তাই নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে হাজির হতে চান তিনি। মাহতিম শাকিবের সঙ্গে গানটির সুর-সংগীত করেছেন এপি শুভ। বাবলীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন ও সুর করেছেন অনিক রায়হান। বাবলী বলেন, ‘আমার বাবা গানের একজন ওস্তাদ। তার কারণেই গানের ভুবনে আমার যাত্রা শুরু। একটু একটু করে গানকেই জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছি। এখন গানই আমার পেশা, গানই আমার ধ্যান জ্ঞান। মাহতিম শাকিবের সঙ্গে দ্বৈত গানটি দ্রুতই প্রকাশ পাবে। এছাড়া বাকী গানগুলোও একটার পর একটা প্রকাশ পাবে। আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে।’