বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। দুজনই এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে গানে গানে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করতে গত ২০ জুন রওয়ানা হন। এরই মধ্যে লিজা-মৌসুমী গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করেছেন। এরপর তারা ইতালিতে এবং পরবর্তীতে সর্বশেষ ১৩ জুলাই স্পেন-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন। লিজার সঙ্গে তার স্বামী সবুজ ও একমাত্র কন্যা ইয়াশাও আছেন। আয়েশা মৌসুমী টিমের সঙ্গেই আছেন। আয়েশা মৌসুমী জানান, ইউরোপ সফরে এবারই প্রথম গেলেন তিনি। যে কারণে তিনি ভীষণ উচ্ছ্বসিত। গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি নিজের মতো করে টিমের সঙ্গে থেকেই বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে মা হওয়ার পর দেশের বাইরে এবারই প্রথম স্টেজ শোতে সংগীত পরিবেশন করছেন লিজা। পরম সৌভাগ্য লিজারও। কারণ ইউরোপ সফওে তারসঙ্গে সতার স্বামী এবং কন্যা আছেন। লিজা বলেন, ‘আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রতিটি শোতে সর্বোচ্চ সম্মান দিয়েই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থাপন করছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়াসহ সব ধরনের সুযোগ সুবিধা বেশ ভালোভাবেই দেয়ার চেষ্টা করছেন। তাদের আন্তরিক সহযোগিতায় সত্যিই ভীষণ খুশী। মনেকরি এই ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সফর হয়ে থাকবে। কারণ আমার ইয়াশা আমার সঙ্গে আছে, সবুজতো আছেই। সবমিলিয়ে কতো যে চমৎকার সময় কাটছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। প্রত্যেকটি শোতে শ্রোতা-দর্শকের যে ভালোবাসা পাচ্ছি , তাতে মুগ্ধ আমি। আজ সুইজারল্যান্ডের জুরিকে গাইব। এরপর আরও দুটি দেশে গাওয়া শেষে দেশে ফিরব।’ আয়েশা মৌসুমী বলেন, ‘ইউরোপ সফর আমার সংগীত জীবনের একটি অন্যতম সফর হিসেবেই বিবেচনায় থাকবে। অবশ্যই এই পুরো সফলের নেপথ্যে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সত্যি বলতে কী আমরা পুরো টিমই অনেক আনন্দ করছি, শো শেষে সবাই নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে তো এখনো মনে হয় যে স্বপ্নের মাঝে আছি। কারণ প্রতিটি দেশ ঘুরতে গিয়ে মনে হয়েছে স্বপ্নের দেশে আছি। আর প্রত্যেকটি শোতে সংগীত পরিবেশনের সময় প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের ভালোবাসায় বারবার সিক্ত হচ্ছি।’ লিজা ও আয়েশা মৌসুমী জানান আগামী ১৪ জুলাই তারা দেশে ফিরবেন।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। দুজনই এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে গানে গানে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করতে গত ২০ জুন রওয়ানা হন। এরই মধ্যে লিজা-মৌসুমী গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করেছেন। এরপর তারা ইতালিতে এবং পরবর্তীতে সর্বশেষ ১৩ জুলাই স্পেন-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন। লিজার সঙ্গে তার স্বামী সবুজ ও একমাত্র কন্যা ইয়াশাও আছেন। আয়েশা মৌসুমী টিমের সঙ্গেই আছেন। আয়েশা মৌসুমী জানান, ইউরোপ সফরে এবারই প্রথম গেলেন তিনি। যে কারণে তিনি ভীষণ উচ্ছ্বসিত। গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি নিজের মতো করে টিমের সঙ্গে থেকেই বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে মা হওয়ার পর দেশের বাইরে এবারই প্রথম স্টেজ শোতে সংগীত পরিবেশন করছেন লিজা। পরম সৌভাগ্য লিজারও। কারণ ইউরোপ সফওে তারসঙ্গে সতার স্বামী এবং কন্যা আছেন। লিজা বলেন, ‘আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রতিটি শোতে সর্বোচ্চ সম্মান দিয়েই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থাপন করছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়াসহ সব ধরনের সুযোগ সুবিধা বেশ ভালোভাবেই দেয়ার চেষ্টা করছেন। তাদের আন্তরিক সহযোগিতায় সত্যিই ভীষণ খুশী। মনেকরি এই ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সফর হয়ে থাকবে। কারণ আমার ইয়াশা আমার সঙ্গে আছে, সবুজতো আছেই। সবমিলিয়ে কতো যে চমৎকার সময় কাটছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। প্রত্যেকটি শোতে শ্রোতা-দর্শকের যে ভালোবাসা পাচ্ছি , তাতে মুগ্ধ আমি। আজ সুইজারল্যান্ডের জুরিকে গাইব। এরপর আরও দুটি দেশে গাওয়া শেষে দেশে ফিরব।’ আয়েশা মৌসুমী বলেন, ‘ইউরোপ সফর আমার সংগীত জীবনের একটি অন্যতম সফর হিসেবেই বিবেচনায় থাকবে। অবশ্যই এই পুরো সফলের নেপথ্যে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সত্যি বলতে কী আমরা পুরো টিমই অনেক আনন্দ করছি, শো শেষে সবাই নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে তো এখনো মনে হয় যে স্বপ্নের মাঝে আছি। কারণ প্রতিটি দেশ ঘুরতে গিয়ে মনে হয়েছে স্বপ্নের দেশে আছি। আর প্রত্যেকটি শোতে সংগীত পরিবেশনের সময় প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের ভালোবাসায় বারবার সিক্ত হচ্ছি।’ লিজা ও আয়েশা মৌসুমী জানান আগামী ১৪ জুলাই তারা দেশে ফিরবেন।