এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী বন্নি হাসান। সর্বশেষ কিছুদিন আগে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ওয়ালটনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছিলেন। অন্যদিকে গেলো বছর যতোগুলো খ- নাটক প্রচারে এসেছে তারমধ্যে একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কন্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন বলে জানান তিনি। বন্নি জানান এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
বন্নি বলেন, ‘গেলো বছরের চেয়ে আশা করছি এই বছরটা আরও সফল একটি বছর হবে। আমি কাজে ভীষণ সৎ এবং মনোযোগী। কাজটাই ঠিকঠাক এত করে যেতে চাই। যদিও খুব বেশি নাটকে অভিনয় করিনি আমি। কিন্তু বিশেষত তিলোত্তমাতে অভিনয়ের পর বেশ সাড়া পেয়েছি। অভিনয়টা মন দিয়ে করে যেতে চাই, কারণ অভিনয়টা ভীষণ উপভোগ করি। আর গান যেহেতু ছোটবেলা থেকেই শিখে এসেছি। গানেও নিয়মিত হতে চাই। যেন আমার আগামীটা সুন্দর হয়।’
সোমবার, ০৭ জুলাই ২০২৫
এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী বন্নি হাসান। সর্বশেষ কিছুদিন আগে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ওয়ালটনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছিলেন। অন্যদিকে গেলো বছর যতোগুলো খ- নাটক প্রচারে এসেছে তারমধ্যে একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কন্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন বলে জানান তিনি। বন্নি জানান এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
বন্নি বলেন, ‘গেলো বছরের চেয়ে আশা করছি এই বছরটা আরও সফল একটি বছর হবে। আমি কাজে ভীষণ সৎ এবং মনোযোগী। কাজটাই ঠিকঠাক এত করে যেতে চাই। যদিও খুব বেশি নাটকে অভিনয় করিনি আমি। কিন্তু বিশেষত তিলোত্তমাতে অভিনয়ের পর বেশ সাড়া পেয়েছি। অভিনয়টা মন দিয়ে করে যেতে চাই, কারণ অভিনয়টা ভীষণ উপভোগ করি। আর গান যেহেতু ছোটবেলা থেকেই শিখে এসেছি। গানেও নিয়মিত হতে চাই। যেন আমার আগামীটা সুন্দর হয়।’