ধ্রুব মিউজিক আমার গানের ঢাকার প্রতিযোগি সম্রাট আহমেদ নিজের কথা ও সুরে গেয়েছেন ‘এ শ্রাবণ’ শিরোনামের একটি গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি নিয়ে স¤্রাট আহমেদ জানালেন, ‘এ শ্রাবণ” গানটি আমার জীবনে একটি কল্পনায় পাওয়া প্রেমিকার মত যাকে আমি কোনদিন দেখিনি কিন্তু ভালবেসেছি অফুরান্ত। আর সে অনুভুতি থেকেই লিখা ‘এ শ্রাবণ’ গানটি যার শুরু ‘খটুজে যায় মন তোমায় নীল মেঘের সীমানায়’ দিয়েÑ যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের ‘এ শ্রাবণ’ গানটি বেশ ভালো লাগবে। ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতা আমাকে নিজেকে প্রেজেন্ট করার প্রথম সুযোগ করে দিয়েছে যা তে আমার নিজস্ব ভাবনা চিন্তা তুলে ধরতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে। সম্রাট জানান, মন হারাতে হারাতে কখন যেন অবেলায় বর্ষার ঘোরে আচ্ছন্ন হয় প্রেমিক হৃদয়। আর তখন চারপাশে শ্রাবণের উৎসব শুরু হলেও তাকে ভীষণ অসহায় লাগে। শ্রাবণের সেই অসহায় মুহূর্তের অনুভূতি নিয়ে এই গানটি।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
ধ্রুব মিউজিক আমার গানের ঢাকার প্রতিযোগি সম্রাট আহমেদ নিজের কথা ও সুরে গেয়েছেন ‘এ শ্রাবণ’ শিরোনামের একটি গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি নিয়ে স¤্রাট আহমেদ জানালেন, ‘এ শ্রাবণ” গানটি আমার জীবনে একটি কল্পনায় পাওয়া প্রেমিকার মত যাকে আমি কোনদিন দেখিনি কিন্তু ভালবেসেছি অফুরান্ত। আর সে অনুভুতি থেকেই লিখা ‘এ শ্রাবণ’ গানটি যার শুরু ‘খটুজে যায় মন তোমায় নীল মেঘের সীমানায়’ দিয়েÑ যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের ‘এ শ্রাবণ’ গানটি বেশ ভালো লাগবে। ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতা আমাকে নিজেকে প্রেজেন্ট করার প্রথম সুযোগ করে দিয়েছে যা তে আমার নিজস্ব ভাবনা চিন্তা তুলে ধরতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে। সম্রাট জানান, মন হারাতে হারাতে কখন যেন অবেলায় বর্ষার ঘোরে আচ্ছন্ন হয় প্রেমিক হৃদয়। আর তখন চারপাশে শ্রাবণের উৎসব শুরু হলেও তাকে ভীষণ অসহায় লাগে। শ্রাবণের সেই অসহায় মুহূর্তের অনুভূতি নিয়ে এই গানটি।