তারেক আনন্দের কথায় প্রকাশ হলো একসঙ্গে দুই গান। একটির শিরোনাম ‘বিশ্বাস ছিল রে’। এটি কণ্ঠে তুলেছেন বাউল সুকুমার। অন্য গানের শিরোনাম ‘ঠোঁট পেন্সিল’। এ গানটি গেয়েছেন কণা ও তামিম। ‘বিশ্বাস ছিল রে’ গানের সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন প্রীতম চন্দ্র। প্রকাশ করেছে জেএল মিউজিক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা। ‘ঠোঁট পেন্সিল’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এটি প্রকাশ হয়েছে ই-মিউজিক থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। তামিমের সঙ্গে মডেল হয়েছেন শাম্মি রহমান। বাউল সুকুমার বলেন, আমি যে ধাঁচের গান গাই, এটা ঠিক তেমনই। আমাকে চিন্তা করেই লেখা ও সুর করা হয়েছে। আশা করি নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে। কণা বলেন, ‘ঠোঁট পেন্সিল’ রোমান্টিক কথামালার আধুনিক গান। সুন্দর কথা ও সুর। আমার সঙ্গে তামিমও ভালো গেয়েছেন। কণ্ঠশিল্পী তামিম বলেন, কণা আপুর সঙ্গে গান গাইবোÑ এটা আমার স্বপ্ন ছিল। আমি ছায়ানটের শিক্ষার্থী থাকা অবস্থায় ভেবেছিলাম, একদিন কণা আপুর সঙ্গে গান গাইব। আমার স্বপ্ন পূরণ হলো। গীতিকার তারেক আনন্দ বলেন, দুটি গানই আমার পছন্দের লিরিক। ভালো সুর, সংগীত হয়েছে। আশা করি শ্রোতারা গান দুটি পছন্দ করবেন।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
তারেক আনন্দের কথায় প্রকাশ হলো একসঙ্গে দুই গান। একটির শিরোনাম ‘বিশ্বাস ছিল রে’। এটি কণ্ঠে তুলেছেন বাউল সুকুমার। অন্য গানের শিরোনাম ‘ঠোঁট পেন্সিল’। এ গানটি গেয়েছেন কণা ও তামিম। ‘বিশ্বাস ছিল রে’ গানের সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন প্রীতম চন্দ্র। প্রকাশ করেছে জেএল মিউজিক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা। ‘ঠোঁট পেন্সিল’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এটি প্রকাশ হয়েছে ই-মিউজিক থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। তামিমের সঙ্গে মডেল হয়েছেন শাম্মি রহমান। বাউল সুকুমার বলেন, আমি যে ধাঁচের গান গাই, এটা ঠিক তেমনই। আমাকে চিন্তা করেই লেখা ও সুর করা হয়েছে। আশা করি নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে। কণা বলেন, ‘ঠোঁট পেন্সিল’ রোমান্টিক কথামালার আধুনিক গান। সুন্দর কথা ও সুর। আমার সঙ্গে তামিমও ভালো গেয়েছেন। কণ্ঠশিল্পী তামিম বলেন, কণা আপুর সঙ্গে গান গাইবোÑ এটা আমার স্বপ্ন ছিল। আমি ছায়ানটের শিক্ষার্থী থাকা অবস্থায় ভেবেছিলাম, একদিন কণা আপুর সঙ্গে গান গাইব। আমার স্বপ্ন পূরণ হলো। গীতিকার তারেক আনন্দ বলেন, দুটি গানই আমার পছন্দের লিরিক। ভালো সুর, সংগীত হয়েছে। আশা করি শ্রোতারা গান দুটি পছন্দ করবেন।