বাংলাদেশের সংগীতাঙ্গনের এই প্রজন্মের গায়ক, সুরকার, সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। নতুনদের সঙ্গে দ্বৈত গান করার ব্যাপারে সবসময়ই নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ২০১৬ সালের ক্ষুদে গানরাজ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারব না তোমাকে ছাড়তে’। গানটি লিখেছেন, সুর সংগীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল। আবার এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শুরু হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা। ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এই প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? এই প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়। নতুন হিসেবে ঈশিকা অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে। আমি খুব আশাবাদী।’ কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। আশা করছি ভালো লাগবে সবার।’ ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গানই ছিল। পরবর্তীতে আসলে হঠাৎ করেই গানটা দ্বৈত গান হয়ে গেল। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তার সঙ্গে দ্বৈত গান করতে পারা সত্যিই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ শিগগিরই গানটি ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
বাংলাদেশের সংগীতাঙ্গনের এই প্রজন্মের গায়ক, সুরকার, সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। নতুনদের সঙ্গে দ্বৈত গান করার ব্যাপারে সবসময়ই নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ২০১৬ সালের ক্ষুদে গানরাজ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারব না তোমাকে ছাড়তে’। গানটি লিখেছেন, সুর সংগীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল। আবার এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শুরু হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা। ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এই প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? এই প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়। নতুন হিসেবে ঈশিকা অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে। আমি খুব আশাবাদী।’ কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। আশা করছি ভালো লাগবে সবার।’ ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গানই ছিল। পরবর্তীতে আসলে হঠাৎ করেই গানটা দ্বৈত গান হয়ে গেল। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তার সঙ্গে দ্বৈত গান করতে পারা সত্যিই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ শিগগিরই গানটি ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।