আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ সফলতার পর সেই আগ্রহ উসকে দিলো শাকিব খানের ‘তা-ব’। কারণ এতে নিশোকে দেখা গেছে এক ঝলক। এসব নিয়ে গুঞ্জন আর গুজবের যেন কমতি নেই ঢালিপাড়ায়। তবে সেসব ছাপিয়ে ৮ জুলাই মিলেছে আফরান নিশোর নতুন সিনেমার নিশ্চিত খবর। জানা গেছে রেদওয়ান রনির নির্মাণ ঘোষিত সিনেমা ‘দম’-এ পাওয়া যাবে আফরান নিশোকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’ আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। এটি একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে।’ এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা। নিশোর মতে, ‘এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’ দেশের মিডিয়াঙ্গনে আফরান নিশো-রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও, দুজনের একসঙ্গে এবারই প্রথম। আর প্রথম কাজটাই হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শুটিংয়ে যাওয়ার জন্য। কারণ সিনেমাটির অভিনয়ে রয়েছে অনেকগুলো লেয়ার। অভিনেতা বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগিÑ গল্পনির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। দম’টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমিতো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্পÑ দম। এটিও পারফরমেন্স বেইজ, অ্যাক্টিং বেইজ সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির নির্মাতা খুবই ডেডিকেটেড এবং অনেস্ট, তাই চ্যালেঞ্জটা নিতেও খুব ভালো লাগছে।’ দম সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন জানানো হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। তাহলে কী চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীÑ দুজনেই থাকছেন ‘দম’ সিনেমায়।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ সফলতার পর সেই আগ্রহ উসকে দিলো শাকিব খানের ‘তা-ব’। কারণ এতে নিশোকে দেখা গেছে এক ঝলক। এসব নিয়ে গুঞ্জন আর গুজবের যেন কমতি নেই ঢালিপাড়ায়। তবে সেসব ছাপিয়ে ৮ জুলাই মিলেছে আফরান নিশোর নতুন সিনেমার নিশ্চিত খবর। জানা গেছে রেদওয়ান রনির নির্মাণ ঘোষিত সিনেমা ‘দম’-এ পাওয়া যাবে আফরান নিশোকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’ আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। এটি একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে।’ এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা। নিশোর মতে, ‘এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’ দেশের মিডিয়াঙ্গনে আফরান নিশো-রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও, দুজনের একসঙ্গে এবারই প্রথম। আর প্রথম কাজটাই হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শুটিংয়ে যাওয়ার জন্য। কারণ সিনেমাটির অভিনয়ে রয়েছে অনেকগুলো লেয়ার। অভিনেতা বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগিÑ গল্পনির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। দম’টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমিতো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্পÑ দম। এটিও পারফরমেন্স বেইজ, অ্যাক্টিং বেইজ সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির নির্মাতা খুবই ডেডিকেটেড এবং অনেস্ট, তাই চ্যালেঞ্জটা নিতেও খুব ভালো লাগছে।’ দম সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন জানানো হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। তাহলে কী চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীÑ দুজনেই থাকছেন ‘দম’ সিনেমায়।